♛প্রায় ৭০ টি পর্নোগ্রাফিক ওযেবসাইট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। একাধিক আদালতের নির্দেশ এবং ২০২১ সালে জারি করা তথ্যপ্রযুক্তি বিধি লঙ্ঘনের জন্য সেই কড়া পদক্ষেপ করা হဣয়েছে।
পুণের একটি আদালতের নির্দেশের ভিত্তিতে ইন্টারনেটে পরিষেবা প্রদানকারীদের (Internet Service Providers) ৬৩ টি পর্নোগ্রাফিক ওযেবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতর। সেইসঙ্গে উত্তরাখণ্ড হাইকোর্টের রায় এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নির্দেশিকার ভিত্তিতে বাকি চারটি পর্নোগ্রাফিক ওযেবসাইট ব্লক করার নির্দেশ দেও🉐য়া হয়েছে।
গত সপ্তাহের শনিবার (২৪ সেপ্টেম্বর) টেলিকম দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, উত্তরাখণ্ড হইকোর্টের রায় এবং ২০২১ সꦇালের ‘ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়েটরি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিকস কোড) নিয়ম’-এর আও🥃তায় অবিলম্বে ৬৭ টি ওয়েবসাইট বা ইউআরএল ব্লক করে দেওয়ার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। যে ওয়েবসাইটগুলিতে মহিলাদের শালীনতা নষ্ট করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ‘ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়েটরি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিকস কোড) নিয়ম’-র আওতায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে এমন জিনিস মুছে ফেলা বা নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সম্পূর্ণ 🤡বা 🌳আংশিক নগ্নতা প্রদর্শিত হয় বা যৌন কাজকর্মে লিপ্ত থাকার দৃশ্য প্রদর্শিত হয়। ওই 'কনটেন্ট' যাতে কেউ খুলতে না পারেন, তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
আরও পড়ুন: Ranb🧸ir on Sex Life: 'ভালোবাসা না থা𝔍কলে সেক্স আর হস্তমৈথুন সমান', যৌনতা নিয়ে খুলমখুল্লা রণবীর
তবে কেন্দ্রে যে এই প্রথম পর্ন ওয়েবসাইট ব্লকের নির্দেশ দিল, তা নয়। ২০১৮ সালে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পর প্রায় ৮৩০ টি পর্ন ওয়েবসাইট ব্লক করে দিয়েছিল কেন্দ্র। হাইকোর্ট অবশ্য ৮৫৭ টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল। তবে প🌠রবর্তীতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ৩০ টি ওয়েবসাইটে পর্নোগ্রাফিক কোনও♈ কনটেন্ট পাওয়া যায়নি।