ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর তৈরি নতুন দল জন সুরাজ প্রথম বার বিহারের চারটি আসনে উপনির্বাচনে লড়েছে। তবে চারটিতেই মুখ থুবড়ে পড়েছে পিকের দল। আর তারপরেই বিহার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন পিকে। তিনি বিহারকে একটি ব্যর্থ রাজ্য বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে জন সুরাজ নেতা দলের মার্কিন অধ্যায় শুরুর পর প্রবাসী বিহারীদের সঙ্গে একটি ভার্চুয়াল কথোপকথনে♛ ২০২৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দলের জয়ের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিহার উপনি🗹র্বাচনে NDA-র জয় ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’! কেন বললেন পিকে?
জন সুরাজ দলের প্রধান বিহারের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি এদিন রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উ🀅পর জোর দেন। তিনি বলেন, বিহার খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। বিহার একটি দেশ হলে জনসংখ্যার দিক থেকে এটি হতো বিশ্বের ১১তম বৃহত্তম দেশ। এদিন প্রশান্ত কিশোর বলেছেন, ‘বিহার হল আক্ষরিক অর্থে একটি ব্যর্থ রাজ্য এবং এর সর্বাত্মক উন্নয়নের জন্য প্রচুর প্রচেষ্টা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে যে বিহার এমন একটি রাজ্য যা গভীর পরিস্থিতির মধ্যে রয়েছে। জনসংখ্যার দিক থেকে বিহার জাপানকে ছাড়িয়ে গিয়েছে।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিহারের সমাজ নিরাশ হয়ে পড়েছে। কেউ যদি হতাশ হয়ে পড়ে তখন বেঁচে থাকার প্রয়োজন অন্য যে কোনও কিছুর থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।এরপরেই তিনি নিজের 🥂দলের কাজ নিয়ে আশা প্রকাশ করেন। তিনি জানান, তাঁর দলের পরিকল্পনা নির্বাচনী ফলাফলের মাধ্যমে বাস্তবায়িত হ💜লে তবেই বিহারে সুশাসন ফিরবে।