রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে খুনের হুমকি দিল আসামি। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে যে শুক্রবার রাতে জয়পুর পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি রিঙ্কু (২৯)। আর মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেয়। তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। যে ফোন নম্বর থেকে ♏হুমকি দেওয়া হয়, তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। আর তাতে দেখা যায় যে রাজস্থানেরই দৌসার সালাওয়াস জেল থেকে ফোন করা হয়েছে। তারপর রাত তিনটে থেকে সকাল সাতটা পর্যন্ত জেলে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। জেল থেকে উদ্ধার করা হয় ফোন।
জেলের ভিতরে কীভাবে ফোন এল? নিরুত্তর পুলিশ
তবে জেলে কীভাবে আসামির কাছে ফোন এল, সেটার পিছনে 🎶বড় কোনও চক্র আছে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে তদ🍸ন্ত করা হচ্ছে।
জেলের ভিতরে কেউ যুক্ত আছেন, মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিষয়টি নিয়ে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জহরসিং বেধম বলেছেন, 'পকসো আইনে দৌসা জেলে বন্দী আছে রিঙ্কু নামে আসামি। মোবাইলের মাধ্যমে জেল থেকে ꦐকন্ট্রোল রুমে ফোন করে। ♔আর মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে খুনের হুমকি দিয়েছে।'
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘ডিজিকে (কারা) বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছি আমরা। তিনি তদন্তভার দিয়েছেন আইজির (কারা) হাতে। কীভাবে (জেলের মধ্যে) অপরাধীর হাতে ফোন গেল? কারণ ওই ঘটনার এক ঘণ্টা আগে জেলে তল্লাশি চালিয়েছিল পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে জেলের ভিতরে থাকা কোনও অফিসারও সেই ঘটনায় যুক্ত আছেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না হয়, সেজন্য আমরা কড়া পদকꦏ্ষেপ করব।’
রাজস্থানে বিধানসভায় তুমুল হট্টগোল চলছে
আর সেই ঘটনা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন সম্পূ﷽র্ণ একটি অন্য বিষয় নিয়ে রাজস্থানে তুমুল হই-হট্টগোল চলছে। শুক্রবার বিধানসভা থেকে কংগ্রেসের ছয় বিধায়ককে সাসপেন্ড করে দেওয়ার প্রতিবাদে রাতভর ধরনা চালিয়ে গিয়েছে বিরোধী দল। রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, বিরোধীদের ডেপুটি নেতা রামকেশ মিনা, আমিন কাগজি, জাকির হুসেন গেসাওয়াত, হাকিম আলি খান এবং সঞ্জয় কুম💖ারদের বিধানসভার মধ্যে শুয়ে থাকতে দেখা গিয়েছে।