বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। আইআইটি বম্বে, আইআইটি দিল্লি এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস - এই তিনটি বিশ্ববিদ্যালয়ই এই তালিকায় রয়েছে। গত পাঁচ বছরে প্রতিবারই সেরা ২০০-র তালিকায় থেকেছে এই ৩ বিশ্ববিদ্যালয়। বুধবার প্রকাশিত হল কোয়াকুইরেলি সাইমন্ডস(QS) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিংস ২০২২-এর রেজাল্ট।গবেষণার জন্য বিশ্বে সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস। গবেষণা করার পরিকাঠামোর বিচারে সমস্ত স্কোরে ১০০-এ ১০০ পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। অন্যদিকে, দেশের সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে এখনও এক নম্বরে আইআইটি বম্বে। বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ভারতের মোট ২২টি বিশ্ববিদ্যালয়। গত বছর এই তালিকায় মোট ২১ টি বিশ্ববিদ্যালয় ছিল। তার আগের বছর ছিল ২০টি।এ বছরেও বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্বে ৮০১ তম স্থান ধরে রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। গবেষণার সুযোগ, ছাত্র-শিক্ষক অনুপাত, পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা করে নম্বর দেওয়া হয়ে। এবার তার গড় হিসাব করা হয়। এর মাধ্যমেই ক্রমপর্যায় করা হয় বিশ্ববিদ্যালয়গুলির।