রেডমি নোট সিরিজের দুটি নয়া স্মার্টফোন ভারতে প্রকাশ করল শাওমি। রেডমি নোট ৯ প্রো ও রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। দুটি ফোনের পারফরম্যান্স ও বৈশিষ্ট্য যেমন আরও উন্নত হয়েছে, তেমনই ডিজাইনও আলাদা।রেডমি নোট ৯ প্রো ম্যাক্স :স্টোরেজ অনুযায়ী তিন ধরনের ফোন সামনে এল। বেস মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। তাতে থাকছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অপর মডেলের দাম থাকছে ১৬,৯৯৯ টাকা। তাতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। তার থেকে দু'হাজার টাকা বেশি দিলে মিলবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ রেডমি নোট ৯ প্রো ম্যাক্স। রেডমি নোট ৯ প্রো :র্যাম এবং স্টোরেজের ভিত্তিতে রেডমি নোট ৯ প্রোয়ের দুটি ফোন রয়েছে। একটি ফোনের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। তাতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকছে। অন্যদিকে, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ রেডমি নোট ৯ প্রোয়ের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা। কবে থেকে বিক্রি শুরু :আগামী ১৭ মার্চ প্রথমবার রেডমি নোট ৯ প্রোয়ের বিক্রি হবে। অন্যদিকে, আগামী ২৫ মার্চ রেডমি নোট ৯ প্রো ম্যাক্স প্রথমবার বিক্রি হবে। mi.com, Amazon India ও Mi Home stores থেকে কেনা যাবে স্মার্টফোনদুটি। রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন :স্ক্রিন - ৬.৬৭ ইঞ্চির FHD+ ডিসপ্লে স্ক্রিন। অ্যাসপেক্ট রেশিয়ো হবে ২০:৯।প্রসেসর - Qualcomm Snapdragon 720G।ক্যামেরা - পিছনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।ব্যাটারি - ব্যাটারি ক্ষমতা হবে ৫,০২০ mAh। তাতে 33W ফাস্ট চার্জিং থাকবে। রেডমি নোট ৯ প্রোয়ের স্পেসিফিকেশন : রেডমি নোট ৯ প্রো ও রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন প্রায় একই। তবে কিছু বৈশিষ্ট্য আলাদা। যেমন রেডমি নোট ৯ প্রোয়ের ব্যাটারি ক্ষমতা ৫,০২০ mAh হলেও 18W ফাস্ট চার্জিং থাকবে। পাশাপাশি, পিছনে ৪৮ প্রাইমারি সেন্সর ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর। দুই ফোনের রং : তিনটি রঙে ফোনদুটি পাওয়া যাবে। সেগুলি হল - ‘Interstellar Black’, ‘Aurora Blue’ এবং ‘Glacier White’।