🦋 বিমানে উঠেই কোন্দল জুড়ে দিয়েছিলেন দুই মহিলা যাত্রী। তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন কেবিন ক্রু-এর সদস্য হিসাবে কর্তব্যরত এক তরুণী। অভিযোগ, সেই সময়েই ওই তরুণীর বিমানকর্মী হাতে কামড়ে দেন ওই দুই মহিলার মধ্য়ে একজন! আজব এই ঘটনা ঘটে চিনা বিমান সংস্থা শেনঝেন এয়ারলাইন্সের একটি উড়ানে।
♎ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত ১ এপ্রিল (২০২৫) উড়ান শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটে। 'সাউথ চায়না মর্নিং পোস্ট' অনুসারে - বিবাদের সূত্রপাত হয় গন্ধ নিয়ে! এক মহিলার দাবি, তাঁর সহযাত্রীর গা থেকে এমন বোঁটকা গন্ধ বের হচ্ছিল, যে তিনি সেই গন্ধ সহ্য করতে পারছিলেন না। পালটা অপর মহিলার বক্তব্য, তাঁরও অন্যজনের কড়া পারফিউমের গন্ধ জঘন্য লাগছিল!
ꦑবিমানের ডানদিকের সারিবদ্ধ আসনের পাশাপাশি দু'টি সিটে বসেছিলেন ওই দুই মহিলা। কিছুক্ষণের মধ্যেই তাঁদের ঝগড়ার চোটে বিমানের ভিতর হইচই শুরু হয়ে যায়। সহযাত্রীরা দুই মহিলাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। একই অবস্থা হয় বিমানকর্মীদেরও।
𝓰এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দুই মহিলা বিমানযাত্রীকে মনের সুখে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা গিয়েছে। আর দেখা গিয়েছে বিমানকর্মীদের। যাঁরা আপ্রাণ চেষ্টা করছেন ওই দুই মহিলাকে নিরস্ত করার। কিন্তু কোথায় কী? অভিযোগ, এই সময়েই এক তরুণী বিমানকর্মীর হাতে কামড়ে দেন এক মহিলা। এই চুলোচুলির চোটে অন্য এক যাত্রীকেও আঁচড় খেতে হয়!
🍌এরপরই মেজাজ হারান ওই বিমানকর্মী। তিনি চিৎকার করে বলে ওঠেন, 'আপনি মুখ খুলুন। আপনি আমাকে কামড়ালেন!' এরপর বাধ্য হয়েই পুলিশকে ডাকা হয়। পুলিশ ওই দুই মহিলাকে পাকড়াও করে নিয়ে যায়।
ꦿগত ১ এপ্রিল স্থানীয় সময় অনুসারে, শেনঝেন বাওয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই উড়ানটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টা ৪৫ মিনিটে। বিমানটির গন্তব্য ছিল সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু, এই ঘটনার জেরে উড়ান শুরু করা হয় নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর।
🌄এই ঘটনা প্রসঙ্গে পরবর্তীতে সংশ্লিষ্ট উড়ান সংস্থার পক্ষ থেকে বিবৃতিও প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে, 'ওই দুই যাত্রী এবং আমাদের সংস্থার কর্মীর আইনি অধিকার যাতে কোনও মতেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে শেনঝেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রয়াস করছে। যাত্রীদের আমরা বলতে চাই, দয়া করে নিয়ম মেনে চলুন এবং সভ্যভাবে সফর করুন।'