কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের (২০২৩-২৪ অর𝓰্থবর্ষ) দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ০.৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১২টি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পে সুদের হার বেড়েছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউ💙ন্ট যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অবশ্য সুদের হার অপরিবর্তিত আছে।
এমনিতে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও🦹 একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছিল কেন্দ্র। প্রথম ত্রৈমাসিকে ১০টি প্রকল্পে সুদের হার বাড়ানো হয়েছিল। শুধুমাত্র সেভিংস ডিপোজিট এবং পিপিএফের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল। সেই পরিস্থিতিতে অনেকের আশা ছিল, এবার নিশ্চয়ই পিপিএফে সুদের হার বাড়ানো হবে। কিন্তু সেটা হয়নি। শুধুমাত্র ꦿতিনটি প্রকল্পের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। বাকি ন'টি প্রকল্পের (সেভিংস ডিপোজিট এবং পিপিএফের) সুদের হার একই থাকছে।
কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত হারে সুদ মিলবে?
১) সেভিংস ডিপোজিট🎀ে সুদের হার: ৪ শতাংশ (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)।
২) ১ বছরের ডিপোজিটে সুদের হার: ৬.৯ শতাংশ (প্রথম𒅌 ত্রৈম🥀াসিকে ছিল ৬.৮ শতাংশ)।
৩) ২ বছরের ডিপোজিটে সুদের হার: ৭ শতাংশ (প্রথম ❀ত্রৈমাসিকে ছিল ৬.৯ শতাংশ)।
৪) ৩ বছর💃ের ডিপোজিটে সুদের হার: ৭ শতাংশ (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)।
৫) ৫ বছরেไ💖র ডিপোজিটে সুদের হার: ৭.৫ শতাংশ (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)।
৬) ৫ ব𒉰ছরের রেকারিং ডিপোজিটে সুদের হার: ৬.৫ শতাংশ (প্রথম ত্রৈমাসিকে ছিল ৬.২ শতাܫংশ)।
৭) সিনি🥂য়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ 🍌শতাংশ (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)।
৮) মান্থলি ইনকা♔ম অ্যাকাউন্ট স্কিমে (এমআইএস) সুদের হার: ৭.৪ শতাংশ (সুদের হার অপরিবর্তিღত রাখা হয়েছে)।
৯) ন্যাশন🧸াল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) সুদের হার: ৭.৭ শতাংশ (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)।
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) সুদের হার: ৭.১ শতাং🧜শ (সুদের হার অপ🌌রিবর্তিত রাখা হয়েছে)।
১১) কিষান🐈 বিকাশ পত্রে সুদের হার: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর হবে) (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছ𓄧ে)।
১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট 🔯যোজনায় সুদের হার: ৮ শতাংশ। (সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে)