ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (স্মল সেভিংস স্কিম) সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে হারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ পাচ্ছেন, সেই হারেই আগামী এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত সুদ মিলবে। অনেকে আশা করেছিলেন যে লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কিষান বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হতে পারে। কিন্তু শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, '২০২৪-২৫ অর𒐪্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকছে। যা ২০২৪ সালের ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। চলবে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যে সুদের হার ছিল, নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেটাই থাকবে।'
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার
১) সেভিংস ডিপোজিট: ৪ শতাংশ।
২) ১ বছরের টার্ম ডিপোজিট: ৬.৯ শতাংশ।
৩) ২ বছরের টার্ম ডিপোজিট: ৭ শতাংশ।
৪) ৩ বছরের টার্ম ডিপোজিট: ৭.১ শতাংশ।
৫) ৫ বছরের টার্ম ডিপোজিট: ৭.৫ শতাংশ।
৬) ৫ বছরের রেকারিং ডিপোজিট: ৬.৭ শতাংশ।
৭) সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম: ৮.২ শতাংশ।
৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমꦉ: ৭.৪ শতꦕাংশ।
৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: ৭.৭ শতাংশ।
১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম: 🦩৭.১ শতাংশ🐽।
১১🦂) কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর করবে)।
১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম: ৮.২ শতাংশ।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানু♓য়ারি থেকে মার্চ) শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সুদের হার বাড়ানো হয়েছিল। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ছিল ৮ শতাংশ। যা চতুর্থ ত🗹্রৈমাসিকে ০.২ বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়। বাকি ১১টি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার পালটানো হয়নি। বিশেষত পাবলিক প্রভিডেন্ট ফান্ডে তো দীর্ঘদিন সুদের হার অপরিবর্তিত আছে।