ভারতের মধ্য়ে জামতারা গ্যাং সাইবার প্রতারণার জন্য কুখ্য়াত। কীভাবে যে তারা অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় সেটা বোঝা যায় না। তবে এবার সাইবার ক্রাইম নিয়ে বড়সর তথ্য সামনে আসছে। তাতে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধি🌼ক জায়গা থেকে এই সাইবার ক্রাইমের নেটওয়ার্ক চালানো হচ্ছে। কম্বোডিয়া, মায়ানমার, লাওসের মতো জায়গা থেকে এই ধরনের সাইবার প্রতারণা চালানো হচ্ছে বলে অভিযোগ🍨।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমারের মতে, একেবারে কর্পোরেট স্টাইলে এই সব কাজ চালাচ্ছে ওই সব সাইবার অপরাಞধীরা। এমনকী তারা ভারতীয় বেকার যুবক যুবতীদের কাজেও লাগিয়ে দিচ্ছে। বিভিন্ন অবৈধ এজেন্টদের মাধ্য়মে তাদের কাজে লাগꦗানো হচ্ছে। এরপর তাদের দিয়েই ভারতের বিভিন্ন জায়গায় এই সাইবার প্রতারণার কাজ চালানো হচ্ছে।
ইতিমধ্য়েই একাধিক তদন্তকারী সংস্থা এই সব অবৈধ নিয়োগকারী সংস্থাগুলি সম্পর্কে তথ্য জোগাড় করে ফেলেছে। এমনকী প্রায় ৩৬০জন ভারতীয় যাদের এই সব সংস্থা ফাঁদে ফেলে🃏 বিদেশে নিয়ে চলে গিয়েছিল তাদেরকে সেই দেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করেছে ভারতের বিদেশমন্ত্রক। কম্বোডিয়া থেকে আরও ৬০জনকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে খবর।
সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কারণ এই দেশ থেকে ফাঁদে ফেলে এখানকার যুবক𒊎 যুবতীদের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। এরপর তাদের নিয়ে নানা ধরনের কু কর্ম করানো হচ্ছে। পরে তারা যখন জানতে পারছে যে তারা সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তার⛦া আর তখন বেরিয়ে আসতে পারছেন না।