এবার কি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সমাজবাদী পার্টি (সপা)-এর জাত𓄧ীয় মুখপাত্র তারিক খান? তিনি অন্তত এমনই একটি অভিযোগ করেছেন। কারণ - পিটিআই সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে একটি হুমকি ফোন পান তারিক। যে সেই ফোন করেছিল, স🎶ে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যমে আয়োজিত বিতর্কসভাগুলির সৌজন্যে সপা নেতা তাারিক খান ইদানীংকালে যথেষ্ট পরিচিত মুখ। এদিকে, শনিবার (২৯ মার্চ, ২০২৫) বিকেল থেকে সোশাল মিডিয়ায় একটি অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়েছে। সেই অডিয়ো রেকর্ডিংয়ে এই তারিক খানকে অশ্রাব্য ভাষায় হুমকি দিতে শোনা গিয়েছে (হিন্দুস্তান টাইমস বাংলা ও♎ই অডিয়োর সত্যতা যা🧜চাই করেনি)। দাবি করা হচ্ছে, এই অশালীন ভাষার প্রয়োগ যে করেছে, সে নাকি লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের সদস্য।
সংবাদ সংস্থা পিটিআই-কে তারিক এই প্রসঙ্গে বলেন, 'গত দু'মাস ধরে আমাকে হুমকি ফোন করা হচ্ছে। ফোন করে অশালীন মন্তব্য করা হচ্ছে। কিন্তু, আমি পাত্তা দিইনি। কিন্তু, গত শুক্রবার রাতে একটি ফোন আসে। যিনি ফো♓ন করেন, তিনি যে শুধুমাত্র আমাকে অশালীন ভাষায় আক্রমণ করেন, তাই নয়। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের সদস্য বলেও দাবি করেন। এই ঘটনা গুরুতর। সেই কারণেই আমি সঙ্গে পুলিশকে গোটা বিষয়টি জানাই। সপা সভাপতি অখিলেশ যাদবকেও বিষয়টি সম্পর্কে অবগত করি। এখন সেই অডিয়োটিই সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।'
তারিক আরও বলেন, 'আমি পুলিশকে বলেছি, হয়তো পুরোটাই ভুয়ো হতে পারে। কিন্তু, যিনি এই কল করেছেন তাঁকে অবশ্যই চিহ্নিত করে পাকড়াও করা ꦐদরকার। আমি পুলিশকে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়েছি এবং আগের ঘটনাগুলিও জানিয়েছি।'
সূত্রের দাবি, অখিলেশ যাদব আগামী মঙ্গলবার তারিক খানকে লখনউয়ে ডেকে ꦿপাঠিয়েছেন। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে অখিলেশ যাদব ডিজিপি-র সঙ্গেও কথা বলতে পারেন বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, সংশ্লিষ্ট অডিয়ো রেকর্ডিংয়ে হুমকি দেওয়া ব্যক্তিকে তারিক খা♕নের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, 'সাবধান হয়ে যা। না হলে এবার তোর পালা আসবে!' তারিকের উদ্দেশে সেই ব্যক্তিকে বারবার বে🔯শ কিছু কথা বলতে শোনা যায়। যেমন - 'বুঝেশুনে কথা বল', 'এবার তোর নম্বর আসবে', 'আমাদের ব্যবস্থা নিতে হবে' ইত্যাদি।
তারিক যখন ওই হুমকিবাজকে লরেন্স বিষ্ণোই সম্পর্কে প্রশꦿ্ন করেন, তখন সে বলে, 'তুই খুব তাড়াতাড়িই সব দেখতে পাবি। দু-তিন দিন দাঁড়িয়ে যা। আমি তোকে দেখিয়ে দেব।' এরপর🤪 হঠাৎ করেই কলটি কেটে দেওয়া হয়। এবং সেটি যে কল করেছিল, তার পক্ষ থেকেই করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রামানন্দ প্💦রসাদ পিট🐠িআই-কে এই প্রসঙ্গে বলেন, 'আদৌ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই কল করেছিল, নাকি পুরোটাই ভুয়ো, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত করছি।'