মল্লিকা সোনিরাশিয়ায় ক্রেমলিনের আধিকারিকদের একাংশের মধ্যে জ্বরের সংক্রমণ ছড়িয়েছে বলে খবর। আর তার জেরে এবার আইসোলেশনে চলে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট এবার বাঙ্কারে চলে যাচ্ছেন বলে খবর। মিররে প্রকাশিত সংবাদ অনুসারে জানা গিয়েছে, প্রেসিডেন্টের নিজস্ব টিমের মধ্য়ে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই প্রেসিডেন্ট নিজে বাঙ্কারে আইসোলেশনে চলে যাচ্ছেন। নতুন বছরের আগেই তিনি চলে যাবেন গোপন বাঙ্কারে। মূলত স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর।রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর বছর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট। তবে এবার সেটাও বাতিল করা হচ্ছে। গত ১০ বছরে এবারই প্রথম এই ধরনের প্রেস কনফারেন্স বাতিল করা হল। আসলে তাঁর ঘনিষ্ঠ একাধিক আধিকারিক নাকি জ্বরে আক্রান্ত। তার জেরেই আর কোনও ঝুঁকি নয়। এবার বছরশেষে যাবতীয় কর্মসূচি বাতিল করা হচ্ছে প্রেসিডেন্টের।নোভায়া গাজেটা ইউরোপ নিউজ আউটলেটের খবর প্রকাশিত হয়েছে, ক্রেমলিনের একাধিকজন ফ্লুতে আক্রান্ত। Verstka media outlet এর খবর অনুসারে দেখা যাচ্ছে এবার পুতিন ও তাঁর পরিবার উরাল পর্বতের পূর্বদিকে বাঙ্কারের মধ্যে নতুন বছর কাটাবেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পুতিনের নিরাপত্তার সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বাঙ্কারের মতো প্রেমিসেসে দিন কাটানো শুরু করছেন পুতিন। প্রেসিডেন্ট ও তাঁর ঘনিষ্ঠতা বাঙ্কারেই নতুন বছর পালন করবেন। সোচিতে তাঁর বাড়িতে থাকার ব্যাপারটি বাতিল করা হয়েছে। আপাতত তিনি উরাল পাহাড়ের পেছনদিকের বাঙ্কারে ছুটি কাটাবেন।