নাগাল্যান্ড, অসম ও মণিপুরে দশকের পরে দশক ধরে সেই দমবন্ধ করা পরিস্থিতির বদল ঘটছে এবার অনেকটাই। আফস্পার ( Armed forces Special power act) আওতা থেকে কিছুটা হলেও মুক্ত হচ্ছে উত্তর পূর্বের একাধিক এলাকা। এবার এনিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, এবার মেইনস্ট্রিমের মতোই হবে উত্তর পূর্ব। এতদিন সৎছেলে হিসাবে দেখা হত নর্থ ইস্টকে, সেই ছবি এবার বদলাচ্ছে।শনিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে উত্তর পূর্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ভঙ্গিমাই বদলে গিয়েছে। এবার নর্থ ইস্টের আমূল পরিবর্তন হচ্ছে। পাশাপাশি এত দ্রুত উত্তর পূর্বের উন্নতি হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই উত্তর পূর্বই একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে।কেন্দ্রীয় আইনমন্ত্রী আফস্পা প্রত্যাহারকে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আফস্পা যখন প্রত্যাহার করা হচ্ছে তার মানে ওই এলাকায় শান্তি ফিরছে। তবে কিছু এলাকায় এই আইন প্রত্যাহারের এখনও বাকি রয়েছে। আমাদের আশা গোটা উত্তর পূর্ব থেকে আফস্পা প্রত্যাহার করা হবে। এতদিন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেন উত্তর পূর্বে বেড়াতে যাওয়া কি নিরাপদ? এখন আমি তাঁদেরকে বলছি এটা এখন নিরাপদ এলাকা। নর্থ ইস্ট রিজিয়নে কোনও হিংসা নেই। তিনি বলেন, নর্থ ইস্টে আসুন,এখানে বিনিয়োগ করুন। সুন্দরী, নিরাপদ নর্থ ইস্ট অপেক্ষা করছে আপনার জন্য।