বর্তমান প্রজন্মের কাছে ট্যাটু নিয়ে বিরাট উন্মাদনা রয়েছে। কেউ হাতে, পিঠে, ঘাড়ে বা শরীরের বিভিন্ন জায়গায় প🃏ছন্দের মানুষ বা জিনিসের উল্কি আঁকিয়ে থাকেন। নতুন প্রজন্মের অনেকের কাছে এখন আত্মপরিচয়ের মাধ্যম হয়ে উঠেছে ট্যাটু। সেই জায়গায় একেবারে উলটো ছবি দেখা গেল কাশ্মীরে। বিশ্বের তরুণদের মধ্যে যখন ট্যাটুর জনপ্রিয়তা বাড়ছে তখন কাশ্মীরে উলটো দিকে হেঁটে শরীর থেকে ট্যাটু মুছে ফেলছেন তরুণরা। শিল্পীদের কাছে শরীর থেকে উল্কি মুছে ফেলার জন্য লম্বা লাইন পড়ছে তরুণদের। উল্লেখযোগ্য বিষয় হল বেশিরভাগ ক্ষেত্রেই একে ৪৭ রাইফেলের ট্যাটু মুছে ফেলছেন তরুণরা।
আরও পড়ুন: বিদেশি🐈নীর ঊরুতে জগন্নাথদে🃏বের ট্যাটু! ভুবনেশ্বরে গ্রেফতার শিল্পী, মুখ খুলল পুলিশ
শ্রীনগরের ট্যাটু ক্লিনিকগুলিতে এখন তরুণদের লম্বা লাইন পড়ছে। প্রতিদিন শত শত তরুণ-তরুণী শরীর থেকে উল্কি মুছে ফেলার জন্য ক্লিনিকে আসছেন। ট্যাটু শিল্পীরা বলছেন, এই তরু😼ণদের বেশিরভাগই হয় রাইফেলের ট্যাটু নিয়ে ভয় পান অথবা ধಌর্মীয় অনুভূতিতে আঘাত করতে চান না।
বিশেষ করে কাশ্মীর উপত্যকায় অস্ত্র ও গোলাবারুদের ট্যাটু থাকা ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর নজরে পড়েন। ফলে অনেককেই এই ধরনের ট্যাটু শরীর থেকে মুছে ফেলছেন। ট্যাটু শিল্পীদের বক্তব্য, কাশ্মীর উপত্যকায় ট্যাটু মুছে ফেলা বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে। একজন ট্যাটু শিল্পী জানান, গত কয়েকবছরে ১ লক্ষেরও বেশি ট্যাটু মুছে ফেলেছেন। এখনও প্রতিদিন প্রচুর সংখ্যক তরুণ তরুণী তাঁর কাছে ট্যাটু মুছে ফেলার জন্য আসছেন। তাঁর কথায়, ট্যাটু মোছা এখন আন্দোলনের মতো। অনেকেই আবা⭕র ট্যাটু করার জন্য অনুতপ্ত। তাঁরা মনে করেন, ট্যাটু না করালেই ভালো হতো। উল্কি মুছে ফেলার অন্য একটি কারণ হিসেবে ধর্মীয় অনুভূতির কথা উল্লেখ করেন শিল্পী। তাঁর মতে, ‘ইসলাম ধর্মে ট্যাটু করা নিষিদ্ধ। আমরা যদি আমাদের শরীরে ট্যাটু কর♕ি তাহলে আমাদের ধর্মে তা অনুমোদিত নয়।’ সেই অনুভূতি থেকেও উল্কি মুছে ফেলছেন তরুণরা।