গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) নোটিশ পেল ꩲজোম্যাটো। প্রায় ৪০১.৭ কোটি টাকার করের কারণেই জিএসটি নোটিশ পেয়েছে জোম্যাটো।
ডিজিজিআই জোমাটো এবং সুইগিকে ডে💎লিভারি চার্জের উপর জিএসটি না দেওয়ার জন্য ট্যাক্স নোটিশ পাঠায় এবং বলে যে খাবার ডেলিভারি পরিষেবা বিভাগের মধ্যেও কর পড়ে এবং সংস্থাগুলি ১৮ শতাংশ জিএসটি দিতে বাধ্য।
আরও পড়ুন: ‘এখনই সবাই𒐪 পাবে না বুস্টার’ জানাল কেন্দ্র! জেনে নিন কারা পাবেন
ডিজিজিআই-এর জারি করা কারণ দর্শানোর নোটিসের জবাবে জোমাটো বলেছে, তারা কোনও কর দিতে দায়বদ্ধ নয় এবং বলেছে, 'ডেলিভারি পার্টꦍনারদের পক্ষ থেকে ডেলিভারি চার্জ ꧑সংগ্রহ করা হয়। উপরন্তু, পারস্পরিক সম্মত চুক্তির শর্তাবলীর পরিপ্রেক্ষিতে, ডেলিভারি অংশীদাররা গ্রাহকদের ডেলিভারি পরিষেবা সরবরাহ করেছে, কোম্পানিকে নয়।
আরও পড়ুন: এই ভাবেই থামিয়ে রাখুন বার্ধক্꧑য! এই সামান্য খ🤪াবার বদলালেই বয়স আর বাড়বে না
এটি ব𒆙াহ্যিক🍃 আইনি এবং কর উপদেষ্টাদের মতামত দ্বারাও সমর্থিত। কারণ দর্শানোর নোটিসের উপযুক্ত জবাব দেবে এই সংস্থা, এমনই এক বিবৃতিতে জানিয়েছে জোমাটো।
আরও পড়ুন: 🔯বায়ুদূষণের কারণেও হত🌳ে পারে অবসাদ, মানসিক সমস্যা! কী বলছে ICMR, জেনে নিন
ডেলিভারি পার্টনারদের পক্ষ থেকে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ডেলিভারি চার্জের ওপর কর দিতে না পারার জন্য ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ দিতে জোমাটোকে নির্দেশ দিয়েছে কর কর্তৃপক্ষ। এবং কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জরিমানা বা বিচারাধীন মাম🥀লার জন্য কোম্পানির উপরে একটি বিরূপ প্রভাব ফেলে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে গা বমি বমি করছে? এই সহজ নিয়ম মানলেই🧸 সারা দিন চাঙ্গা থাকবে পে🐟ট
যখনই কোনও গ্রাহক জোমাটো বা সুইগি থেকে খাবার অর্ডার করেন, তখন বিলের তিনটি উপাদান থাকে। প্রথমত, খাবারের দাম। দ্বিতীয়ত, প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন রয়েছে এমন গ্রাহকদের জন্য ডেলಞিভারি চার্জও মওকুফ ꦯকরা হয়। তৃতীয়ত, খাবার ও প্ল্যাটফর্ম ফি'র ওপর ৫ শতাংশ কর।
আরও পড়ুন: ‘এখনই সবাই পাবে না বুস্টার’ জানꦍাল কেন্দ্র! জেনে নিন কারা পাবেন
অক্টোবরে, সুইগি ফুড ডেলিভারি অর্ড🅰ারের প্ল্যাটফর্ম ফি ২টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি ৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। ডেলিভারি চার্জের পাশাপাশি প্ল্যাটফর্ম ফি নেওয়া হয়।