শুভব্রত মুখার্জি: ২০১৮-২০২৩ সাল পর্যন্ত বিসিসিআইয়ের মিডিয়া সত্বের চুক্তি ছিল স্টার গ্রুপের সঙ্গে। সেই চুক্তি থেকে স্টারকে একটি ম্যাচের জন্য ৭৮.৯০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০১৮-২৩ এই পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ। যেখানে বিসিসিআইযไ়ের তরফে সম্ভাব্য ১০২ টি ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। যার মিডিয়া রাইটস স্টার কিনেছিল ৬১৩৮.১ কোটি টাকাতে। সেই জায়গায় বিসিসিআই-এর তরফে আয়োজন করা হয়েছিল ১০৩ টি ম্যাচের। ফলে এই পাঁচ বছরের চক্র থেকে একটি ম্যাচকে এই চুক্তির আওতা থেকে ছাড় দিয়েছে বিসিসিআই। ফলে ৭৮.৯০ কোটি টাকা তাদের তরফে মকুব করা হয়েছে স্টারকে।
আরও পড়ুন: RCB-কে হারিয়ে বড় লাফ CSK-এর, উঠ𒊎ে এল লি🎉গ টেবলের তিনে, হেরেও কমলা টুপির মগডালে ফ্যাফ
ব🧜িসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বিসিসিআইয়ের মিডিয়🤡া সত্বের চুক্তির আওতা থেকে একটি ম্যাচকে বাদ দেওয়ার। ২০১৮ সালের ৫ এপ্রিল বিসিসিআইয়ের আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের বিষয়ে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ম্যাচটি। এই সময়কালের মোট ম্যাচ সংখ্যা যা, এই চুক্তির আওতাভুক্ত তা কমিয়ে করা হয়েছে ১০৩ থেকে ১০২।’
আরও♛ পড়ুন: একেই ম্যাচ হেরেছেন, নিজেও চূড়ান্ত ব্যর্থ, তার উপর ১০ শতাংশ জরিমানা করা হল কোহলিকে
তবে স্টার ইন্ডিয়ার তরফে নাম প্রকাশে অনিচ্ছুক একღ কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এই চুক্তির সময়কালে ভারতীয় বোর্ডের ১০২ টি ম্যাচ আয়োজন করার কথা ছিল। যেখানে তারা আয়োজন করেছিল ১০৩ টি ম্যাচের। ফলে এই ছাড়ের বিষয়টিই কোনও ভাবে সামনে আসার কথা নয়। এই চুক্তির মেয়াদে এক এক বছরে ম্যাচ প্রতি মূল্য এক এক রকম নির্ধারণ করেছিল স্টার। ২০১৮-১৯ মরশুমে ম্যাচ প্রতি মূল্য ছিল ৪৬ কোটি। ২০১৯-২০ তে তা বেড়ে হয় ম্যাচ প্রতি ৪৭ কোটি। ২০২০-২১ সালে তা হয় ৪৬ কোটি। ২০২১-২২ সালে তা অনেকটা বেড়ে হয় ৭৭ কোটি। ২০২২-২৩ মরশুমে তা হয় ৭৮.৯০ কোটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।