তাঁর অধিনায়কত্বে দলের টানা খারাপ পারফরম্য়ান্সের কারণে সরে দাঁড়িয়েছিলেন নেতৃত্ থেকে। তবে ব্যাট হাতে তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা ফের প্রমাণ করলেন ইংল্যান্ডের সদ্য প্রাক্তন অধিনায়ক জো রুট। লাল বলের ক্রিকেটে তিনি যে বিশ্꧅বের অন্যতম সেরা ব্যাটসম্যান লর্ডস টেস্টে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় এনে দিয়ে বুঝিয়ে দিলেন রুট। একইসঙ্গে 💖১০ হাজারের ক্লাবেও নাম লেখালেন ব্রিটিশ তারকা।
তবে নেতৃত্ব ছাড়া নিয়ে জো রুটের কোনও আফসোস নেই। বরং🤪 ত﷽িনি বলছেন, ‘অধিনায়কত্ব একটি অস্বাস্থ্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এটি আমার নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের উপর সত্যিই খারাপ প্রভাব ফেলতে শুরু করেছিল।’
রবিবার জো রুটের সেঞ্চুরিতে ভর করে লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দেয় ইংল্যান্ড। ম্য়াচ জয়ের জন্য ইংল্য়ান্ডের দরকার ছিল ২🅷৭৭ রান। রুটের অপরাজিত ১১৫ রানের ইনিংস জয় এনে দিল বেন স্টোকসের দলকে। ৩ ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ব্রিটিশ টিম।
আরও পড়ুন: সচিনের থেকে ৬,০০০ রান পিছনে, তবু তেন্ডুলকরকে ছাপিয়ে যাবে𒊎ন রুট, দাবি মার্ক টেলরের
আরও পড়ুন: ১০ হাজারের মাইলস্টোꩵন ছুঁয়ে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতালেন জো রুট
টেস্টের ইতিহাসের ෴১৪ নম্বর ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন রুট। অ্যালেস্টার কুকের পরে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূরণ করেন তিনি। আপাতত ১১৮টি টেস্টে রুটের ব্যক্তিগত সংগ্র🏅হ ১০০১৫ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।