দীর্ঘদিন ধরেই টেস্টে ওপেনিং সমস্যায় ভুগছে ইংল্যানᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্ড। অন্যদিকে জাতীয় দল থেকে দীর্ঘদিন আগে অবসর নেওয়া অ্যালেস্টার কুক এখনও সেঞ্চুরি করে চলেছেন ইনিংসের গোড়াপত্তন করতে নেমে।
গ্লস🐽্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টিতে দুর্দান্ত শতরান করেন কুক। মূলত তাঁর ব্যাটে ভর করেই এসেক্স শেষমেশ ৯ উইকেটে হারিয়ে দেয় গ্লস্টারকে।
চেমসফোর্ডে শুরুতে ব্যাট কꦕরতে নেমে গ্লস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন ভ্যান বুরেন ৩৪ রান করেন। ৪৪ রানে ৫ উইকেট নেন সাইমন হারমার।
আরও পড়ুন:- কাউন্টিতে জমিয়ে লেগস্পিন পূজারার, চেতেশ্বরে💫র বোলিংয়ের ভিডিয়ো মিস করলে পস্তাবেন
জবাবে ব্যাট করতে নেমে এসেক্স তাদের প্রথম ইনিংসে ৩১০ রান তোলে। কুক ১৭🧜টি বাউন্ডারির সাহায্যে ৩১১ বলে ১৪৫ রান করেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটি তাঁর ৭৩তম শতরান। সার্বিকভাবে সব ফর্ম্যাট মিলিয়ে কুকের সিনিয়র ক্রিকেট কেরিয়ারের এটি ৮৭ নম্বর সেঞ্চুরি। তিনি লিস্ট-এ ক্রিকেটে ১৩টি ও টি-২০ ক্রিকেটে ১টি শতরান করেছেন।
এছাড়া এসেক্সের হয়ে প্রথম ইনিংসে ৯০ রান করেন ক্যাপ্টেন টম ওয়েস্টলি। গ্লস্টারের হয়ে ৮৪ রানে൩ ৫ উইকেট নেন জাফর গোহার।
আরও পড়ুন:- Co🐲unty Championship: বল নয়, কাউন্টিতে ব্যাট হাতে ঝড় তুললেন উমেশ যাদব, ভিডিয়ো
গ্লস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে অল-আউট হয়। ৮💞১ রান করেন জাফর। হারমার ১১২ রান খরচ করে ৮টি উইকেট তুলে নেন দ্বিতীয় ইনিংসে। সুতরাং, দুই ইনংস মিলিয়ে তিনি ১৩টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসের লিড ব𝕴া🐲দ দিয়ে জয়ের জন্য এসেক্সের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭৯ রানের। মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় তারা। কুক শেষ ইনিংসে ৯ রান করে আউট হন। নিক ব্রাউন অপরাজিত থাকেন ৪৩ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।