বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফ্রি-সཧ্টাꦍইল কুস্তি থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন অংশু মালিক। মেয়েদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন অংশু। ফাইনালে ভারতীয় তারকা ৩-৭ ব্যবধানে হেরে যান নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে।
নাইজেরিয়ার তারকা শুরুতেই অংশুকে টেক 🔯ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করে নেন। প্রথম রাউন্ড শেষ হওয়ার মুখে ফের অংশুকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট সংগ্রহ করে নেন এডুনায়ো। ফলে প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয় তারকা।
দ্বিতীয় রাউন্ডে প্যাসিভিটির জন্য অংশুকে ১ পয়েন্ট উপহার দেন ওডুনায়ো। তবে তার পরেই অংশুকে পুনরায় টেক ডাউন করে ২ পয়েন্ট নিজেক খাতায় যোগ 🉐করেন নাইজেরিয়ান তারকা। ফলে অংশুকে ১-৬ পয়েন্টে পিছিয়ে পড়তে হয়। অংশু শেষ মুহূর্তে ২ পয়েন্ট যোগ করেন ꦇনিজের খাতায়। তবে তাতে সোনা জয় সম্ভব ছিল না তাঁর পক্ষে। বাউটের শেষে ভারতের চ্যালেঞ্জ ব্যর্থ হয়। ফলে ১ পয়েন্ট পেয়ে যান ওডুনায়ো। শেষমেশ ৩-৭ ব্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকেন অংশু।
আরও পড়ুন:- CWG 2022 Wrestling: ছয়ে ছয়, প্রথম দিনেই কুস্তি থেকে ৬টি ম🙈েডেল জিতꦚল ভারত
কোন পথে এল অংশুর রুপোর পদক:-প্রথম রাউন্ড: ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদে🍬র 🍸৫৭ কেজি বিভাগের প্রথম রাউন্ডে বাই পান অংশু মালিক।
কোয়ার্টার ফাইনাল: ৫৭ কℱেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অংশু ১০-০ ব্যবধানে হারিয়ে দেন ꧑অস্ট্রেলিয়ার ইরেনে সিমেয়নিদিসকে এবং সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন।
আরও পড়ুন:- Sakshi Malik Wins Gold: হারতে হারতে এক ঝটকায় প্রতিপক্ষকে চিৎ ক🌺রে সোনা জিলনে সাক্ষী
সেমিফাইনাল: ꦫফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৫৭ কেজি বিভাগে👍র সেমিফাইনালে অংশু মালিক ১০-০ ব্যবধানে হারিয়ে দেন শ্রীলঙ্কার নেথমি পরুথোটেগকে।
ফাইনাল: ফাইনালে অংশু মালিক ৩-৭ ব্যﷺবধানে হের𒐪ে যান নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।