লড়াকু জয়☂ দিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটে⭕ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড। বি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেন সুজি বেটসরা।
ক্যাপ্টেন সোফি অল্পের জন্য হাফ-সেঞ্♕চুরি হাতছাড়া করেন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সুজি ব🍒েটস। সংক্ষিপ্ত অথচ কার্যকরী অবদান রাখেন অ্যামেলিয়া কের। বল হাতেও নজর কাড়েন সোফি ডিভাইন।
কমনওয়েলথ ক্রিকেটের তৃতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।🐈 তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনময়ে ১৬৭ রান সংগ্রহ করে। সোফি ডিভাইন ৪০ বলে ৪৮ রান করে আউট হন। সুজি বেটস ৬৪ বলে ৯১ রান করে নট-আউট থাকেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। অ্যামেলিয়া ১৬ বলে ২০ রান করে রান-আউট হন।
আরও পড়ুন:- সঙ্কেতের হাত ধরে বার্মিংহ্যামে প্রথম পদক জিতল ভারত, চোট পেয়ে হাতছাড়া 📖সোনা
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ট্রিয়ন ৩৯, সুন লাস ৩২, লরা উলভার্ট ২৮ ও মিগনন 🅰ডু'প্রীজ ২৬ রান করেনꦗ।
আরও পড়ুন:- ভারোত্তলন থেকেই এল কমনওয়েলথ গেমসেꦿ ꦯভারতের দ্বিতীয় পদক, এবার পোডিয়ামে গুরুরাজা পূজারি
সোফি ডিভাইন ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন জে🌳নসেন, হ্যানাꦑ ও অ্যামেলিয়া কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।