এমনটা নয় যে, জয়ের ꦫলক্ষ্য নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে পূর্বাঞ্চলের। বরং দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি গুটিয়ে দিয়ে পূর্বাঞ্চলকে ম্যাচে ফেরান বোলাররা। তবে ব্যাটসম্যানরা সেই সুযোগ কাজে লাগানোর লক্ষণ দেখাননি এখনও পর্যন্ত। বরং শেষ ইনিংসে পরপর উইকেট হারিয়ে কোণঠাসা দেখাচ্ছে পূর্বাঞ্চলকে।
মধ্যাঞ্চলের ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল ঘোর ব্যাটিং💮 ভরাডুবিতে পড়ে। তারা প্রথম ইনিংসে ১২২ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, প্রথম ইনিংসের নিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরিখে ৬০ রানের লিড নেয় মধ্যাঞ্চল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল শুরুটা ভালো 🌜করে। তবে হঠাৎই তাদের ইনিংসে ধস নামে। ফলে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৩৯ রানে। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য পূর্বাঞ্চলের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০০ রানের।
শেষ ইনিꦏংসে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল মাত্র ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে। সাজঘরে ফেরেন বাংলার তিন তারকা অভিমন্যু ঈশ্বরন, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদাꦗর। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া অভিমন্যু দ্বিতীয় ইনিংসে আউট হন ১১ রান করে। ১৬ বলের সংক্ষিপ্ত ইনিংসে তিনি ২টি চার মারেন।
প্রথম ইনিংসে ২৭ রান করা সুদীপ দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি। ক্রিজে ৭ বল স্থায়ী হয় তাঁর অভিযান। 🐈প্রথম ই♊নিংসে ৪ রান করা অনুষ্টুপ দ্বিতীয় ইনিংসে ১৩-র গেরোয় আটকান। ২৪ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন।
শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেওয়া চেষ্টা করেন সুশান্ত মিশ্র। তবে শাহবাজ ক্রিজে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৮ রান করে আউট হয়ে বসেন। দলগত ৬১ র🎉ানের মাথায় ৪ উইকেট হারায় পূর্বাঞ্চল।
সুশান্ত ২টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ১৮ রান করে হাল ছাড়েন। ৮ বল খেলে খাতা খোলার আগেই এলবিডব্লিউ-র ফাঁদে জড়িয়ে পড়েন উইকেটকিপার কুমার কুশাগ্র। দিনের শেষে রিয়ান পরাগ নট-আউট থাকেন ১৩ বলে ৬ রান ক🐎রে।🐻 তাঁর সঙ্গে নট-আউট থেকে মাঠ ছাড়েন মণিশঙ্কর মুরাসিং। তিনি ৫ বল খেলে এখনও খাতা খোলেননি।
পূর্বাঞ্চল তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৬৯ রান সংগ্রহ করেছে। জিততে তাদের দরকার এখনও ২৩১ রান। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট🐻। সুতরাং, অভাবনীয় কিছু না ঘটলে পূর্বাঞ্চল হারের প্রহর গুনছে বলা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।