প্রথম ইনিংসে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। তবে দলীপ ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে আগ্রাসী মেজাজে হাফ-সেঞ্চুরি করেন তিনি। পশ্চিমাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে সেট হয়েও আউট হয়ে যান চেতেশ্বর পূজারা। তবে দ্বিতীয় ইনিংসে তাঁকে অর্ধশতরানের গণ্ডি টপকানো থেকে আটকানো যায়নি।🔯 পূজারা অবশ্য লড়াই জারি রেখেছেন এখনও। সব মিলিয়ে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপের শেষ চারের লড়াইয়ে জাঁকিয়ে বসেছে পশ্চিমাঞ্চল।
আলুরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্চিমাঞ্চল। অতীত শেঠের ৭৪ রানে ভর করে ত🅷ারা প্রথম ইনিংসে ২২০ রান তোলে। পূজারা ২৮, পৃথ্বী শ ২৬, সূর্যকুমার যাদব ৭ ও ধর্মেন্দ্রসিং জাদেজা ৩৯ রান করেন। খাতা খুলতে পারেননি সরফরাজ খান। মধ্যাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন শিবম মাভি।
জবাবে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৮ রানে। রিঙ্কু সিং ও ধ্রুব জুরেল ছাড়া মধ্যাঞ্চলের আরও কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি। দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করেন রিঙ্কু। ৬৯ বলের আত্মবিশ্বাসী ইনিংসে তিনি ৬টি চার মারেন। ধ্রুব জুরেল ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলꦛে ৪৬ রান করে সাজঘরে ফেরেন।
প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের হয়ে ১৪.৩ ওভার বল করে ৭৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আর্জান♏ নাগওয়াসওয়ালা। ২৭ রানে ৩টি উইকেট নেন অতীত শে🐎ঠ। ২৫ রানে ২টি উইকেট দখল করেন চিন্তন গাজা।
প্রথম ইনিংসের নিরিখে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে 🐠পশ্চিমাঞ্চল। দ্বিতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করেছে। সুতরাং, এখনই পশ্চিমাঞ্চলের হাতে লিড রয়েছে ২৪১ রানের।
পৃথ্বী শ ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। অপর ওপেনার তথা ক্যাপ্টেন প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৫ রান করে আউট হন। সূর্যকুমার যাদব ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে🤡 ৫২ 𝔍রানের দাপুটে ইনিংস খেলে আউট হন। দিনের শেষে চেতেশ্বর পূজারা নট-আউট থাকেন ব্যক্তিগত ৫০ রানে। ১০৩ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন। ২৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত মধ্যাঞ্চলের হয়ে ১টি নিয়েছেন যশ ঠাকুর ও ২টি উইকেট দখল করেছেন সৌরভ কুমার।
দলীপ ট্রফির অপর সেমিফাইনালে উত্তরাঞ্চলের ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ১৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৩ রানের সংক্ষিপ্ত লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। তারা দ্বিতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উ🌠ইকেট হারিয়ে ৫১ রান তোলে। সুতরাং, উত্তরাঞ্চলের হাতে আপাতত লিড রয়েছে ৫৪ রানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।