অবশেষে টাকা দিয়ে আইএসএল খেলতে হবে না। আইএসএলে অংশ নিতে হলে নিজেদের সেরাটা দিতে হবে শুধু। এ রকমꦡটাই এ বার থেকে হতে চলেছে। বদলাতে চলেছে ভারতীཧয় ফুটবলের নিয়ম। এ বার থেকে আইলিগ চ্যাম্পিয়ন টিম খেলবে আইএসএলে।
আই লিগ বিজয়ী দল পরের বছর থেকে সরাসরি আইএসএলে খেলার সুযোগ পাবে। শনিবার সংবাদ সংস্থাকে এ কথা জানিয়ে দিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সাধারণ সচিব শাজি প্রভাকরণ। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ। বাংলা থꦆেকে মহমেডান স্পোর্টিং এ বারের আই লিগে খেলবে। তারা চ্যাম্পিয়ন হলে, পরের বছর থেকে আইএসএল খেলতে পারবে।
আরও পড়ুন: খেলতে নেমেই জোড়া গোল- ৫২ বছরের কাফুর পায়েরꦇ জাদুতে নতুন করে মুগ্ꦅধ তিলোত্তমা
২০১৯ সালে এএফসি এ🥂বং এআইএফএফের যে রোডম্যাপ তৈরি হয়েছে, সেই অনুযায়ী ২০২২-২৩ মরশুমের আই লিগ জয়ী দল সরাসরি ২০২৩-২৪ আইএসএলে খেলার সুযোগ পাবে। যদিও এই বছর আইএসএলে অবনমন হচ্ছে না। কিন্তু প্রোমোশন চালু অবনমনের নিয়মও চালু হবেই।
ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে একটি টুইট করে পরিষ্কার করে দিয়েছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, ‘২০২২-২৩ মরশুমের শুরুতে এআইএফএফ এবং এএফসি-এর মধ্যে যে রোডম্🥃যাপ তৈরি হয়েছে, সেটা অনুসারে হিরো আই-লিগের বিজয়ীরা ২০২৩-২৪ মরশুমে আইএসএলে-এ খেলবে। হওয়ার সুযোগ পাবে।’
তিন বছর আগে এএফসি এবং এআইএফএফের যৌথ রোডম্যাপেই বলা হয়েছিল, আই লিগের দল সরাসরি আইএসএলে খেলবে। সেই রোডম্যাপের কথা মনে করিয়ে শাজি বলেন, ꦗ‘পরের বার আই লিগের বিজয়ী দল আইএসএল খেলবে। তবে লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাদের। আই লিগ জয়ী দলকে আইএসএলে অংশগ্রহণের জন্য কোনও টাকা দিতে হবে না। যেহেতু আইএসএলের সমস্ত ক্লাবের লাইসেন্সিং করা রয়েছে, তাই আই লিগের ক্লাবকেও তাই করতে হবে।’
আরও পড়ুন: মোহনবাগানের সা🐭মনে থেকে সরবে ATK? শুরু ভাবনাচিন্তা, গঠন করা হল ৫ সদস্যের ক🦋মিটি
তবে এই রোডম্যাপে কি আ𒊎ইএসএলের ক্লাব কি রাজি হবে? শাজি বলেছেন, ‘যে রোডম্যাপ তিন বছর আগে তৈরি করা হয়েছে, আমরা সেটাকেই অনুসরণ করছি। এতে সব জল্পনা থেমে যাবে এবং ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। আই লিগ ক্লাবরাও এই সিদ্ধান্তে খুশি হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।