শুভব্রত মুখার্জি: কলকাতার তিন প্রধান ক্লাবের দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দীর্ঘ কয়েক বছর হয়ে গেল ভারতের প্রিমিয়র লিগ আইএসএলে খেলছে। আসন্ন মরশুম থেকে আইএসএলে প্রথমবার খেলা🔜র সুযোগ পাবে আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবও।গত বছর আই লিগ জেতার সুবাদে তারা এই বছর আইএসএলে খেলার সুযোগ পেয়েছে। গত রবিবার আইএসএলের আসন্ন মরশুমের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে।তবে প্রথমবার আইএসএলে নামার আগেই সাদা কালো শিবিরে 💧যেন অশান্তির মেঘ! ক্লাব ম্যানেজমেন্ট এবং ইনভেস্টরের মধ্যে মতানৈক্য এবার একেবারে জনসমক্ষে এসে পড়েছে! যা ক্লাবের পক্ষে একেবারেই সুখকর নয়। বিশেষ করে আইএসএলে যখন দল প্রথমবার নামতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে এই ঘটনা রীতিমতো অনভিপ্রেত।
আরও পড়ুন-ꦏ‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…🦂’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
ঠিক কি হয়েছে ক্লাব ম্যানেজমেন্ট এবং ইনভেস্টরের মধ্যে? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।দীর্ঘদিন ধরে মহামেডানের ইনভেস্টর হিসেবে রয়েছে বাঙ্কারহিল। আইএসএলে ওঠার পড়ে আরেক ইনভেস্টর হিসেবে যুক্ত হয়েছে শ্রাচী স্পোর্টস। আইএসএলে অভিষেকের আগেই তৈরি হয়েছে জটিলতা। সম্প্রতি বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং একটি ভিডিওবার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন। যেখানে কার্যত ক্লাব ম্যানেজমেন্টের প্রতি তাঁর অনাস্থার কথা জানিয়েছেন তিনি।সেখানে তিনি সাদা কালো সমর্থকদের উদ্🎃দেশ্যে করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন ' আইএসএলে খেলার জন্য বাঙ্কারহিল একটি চুক্তি করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। সেই চুক্তির টার্মশিট চূড়ান্ত হয়নি এখনও। তার আগেই কিন্তু সেই টার্মশিটে ক্লাবের তরফে অনেক ব🌼দল দাবি করা হয়েছে। যেটা আমাদের পক্ষে মানা কঠিন। সেখানে বলা হয়েছিল, মহামেডানের বোর্ড, শ্রাচী স্পোর্টস ও বাঙ্কারহিল থেকে দুজন করে সদস্য থাকার কথা ছিল। কিন্তু ক্লাবের তরফে সেখানে নিজেদের পাঁচজনের সদস্যপদ চাওয়া হয়েছে।' পাশাপাশি তিনি জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান পদেও মহামেডানের একজনকেই চাওয়া হয়েছে।
তিনি আরো বলেন '৬১ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের কাছে থাকার কথা ছিল। কিন্তু স💜েটা এখনও ট্রান্সফার করা হয়নি ক্লাবের তরফে। এই পরিস্থিতিতে আমরা কোনও ইনভেস্টরকে ক্লাবে আনতে পারব না। গত চার বছর একসঙ্গে কাজ করেছি আমরা। তারপর আমরা এই চুক্তি আমরা করতে পারছি না।'
দীপক কুমারের ভিডিও বার্তার পরে আইএসএলে অভিষেকের আগেই সমস্যা বাড়ল সাদা কালো ম্যানেজমেন্টের জন্য।যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ফুটবলার থেকে শুরু করে কোচ, কোচিং স্টাফ সকলের উপরেই এর বিরুপ প্রভাব মাঠে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ঘটনাচক্রে কলকাতার আরেক প্রধান ক্লাব ইস্টবেঙ্গলও যখন প্রথমবার আইএসএলে খেলতে নেমেছিল স♏েই সময়ে ক্লাব ম্যানেজমেন্ট এবং ইনভেস্টরের মধ্যে প্রায় একরকম মনোমালিন্য দেখা গিয়েছিল। যদিও পরবর্তীতে তা মিটে যায়।এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে ঘটনার জল কোনদিকে গড়ায় তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অগণিত সাদা কালো সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।