AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে আত্মবিশ্বাসী লাল-হলুদ ফুটবলাররা। শনিবার ISL-এ তারা মুখোমুখি হবে মহামেডানের। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ডার্বিতে নামার আগে বেশ চিন্তায় লাল হলুদ শিবির। তাদের চিন্তা বাড়াচ্ছে রক্ষণ ভাগের খেলোয়াড় হেক্টর ইউস্তে। ভুটানে AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, রবিবার চোট সারাতে দেশে ফিরে গেছেন হেক্টর। এরকম পরিস্থিতিতে মহামেꦇডানের বিরুদ্ধে ম্যাচে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও পুরোটাই নির্ভর করছে তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর। যদি এই সময়ের মধ্যে তাঁর ⛎চোট ঠিক হয়ে যায় তাহলে ফিরে এসে ডার্বি ম্যাচ খেলতে পারেন হেক্টর। অন্যদিকে চোটের কারণে অনিশ্চিত মহামেডানের ডিফেন্সের অন্যতম ভরসা যোশেফ আদজে।
ভুটানে চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের ম্যাচ খেলে শহরে ফিরে সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল। হেড কোচ ব্রুজো বেশি নজর দিচ্ছেন খেলোয়াড়দের ফিটনেসের উপর। তাই সোমবার বেশ কিছুক্ষন চলে ফিজিক্যাল ট্রেনিং। এদিন ট্রেনিং শেষে ক্লাব কর্তা দেবব্রত সরকার এবং ইমামি কর্তা বিভাস আগরওয়াল কোচের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। ইস্টবেঙ্গলের এখন প্রাথমিক লক্ষ্য চ্যালেঞ্জ লিগের ভালো ফর্ম ISL-এ ধরে রাখা, এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনও পয়েন্ট না পেলেও মহামেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া দিমি-তালালরা। তবে পরপর ম্𓂃যাচ হেরে বেশ চাপে রয়েছে মহামেডানও। তারাও চাইবে শনিবারের ম্যাচে ঘুরে দাঁড়াতে।
অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন তারা ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। রবিবার তাদের পরবর্তী ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ ওড়িশা এফসি। তবে তার আগে মোহনবাগান কোচকে স্বস্তি দিল গ্রেগ স্টুয়ার্টের চোট। বাঁ পায়ে হালকা চোট পেলেও তা গুরুতর নয় বলেই উল্ল♏েখ করা হয়েছে মেডিক্যাল রিপোর্টে। রবিবারের ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না। তবে কোনও ঝুঁকি নিতে চান না কোচ মোলিনা। তাই জন্য সোমবার শুধু রিহ্যাব করানো হয় তাঁকে। যদি মঙ্গলবার হালকা ব্যাথা থাকে তবে আবার রিহ্যাব করানো হবে। আশা করা হচ্ছে বুধবারের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে অনুশীলনে নেমে পড়বেন স্টুয়ার্ট। অন্যদিকে সোমবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবলার আশিস রাই। তবে চোটের কারণে নয়, পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে হাজির ছিলেন না তিনি। মঙ্গলবার থেকে আবার যথারীতি প্র্যাক্টিসে যোগ দেবেন আশিস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।