শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের ইতিহাসে কাতার বিশ্বকাপের ফাইনাল অন্যতম সেরা ম্যাচ হিসেবে চিহ্নিত থাকবে। ম্যাচের প্রথমার্🦋ধে কার্যত একপেশে ফুটবল খেলে আর্জেন্তিনা দল। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। বিপক্ষ ফ্রান্সকে দেখে এক বারও মনে হয়নি তাঁরা সমস্যায় ফেলতে পারে লিওনেল মেসিদের। তবে ম্যাচের ভোল পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। রং পাল্টে দেন কিলিয়ান এমবাপে। সেই ফাইনালের বিরতিতে সতীর্থদের উদ্দীপ্ত করতে সাজঘরে এমবাপের 'পেপ টকের' ভিডিয়ো এ বার ভাইরাল হল।
আরও পড়ুন: মেসির পাশে দাঁড়িয়ে✱ই এমবাপের পুতুল হাতে ধরে শোভাযাত্রায় ঘুরলেন মার্টিনেজ
সোশ্যাল মিডিয়াতে ফ্রান্স ড্রেসিংরুমের ♔একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের উদ্দেশ্য করে এমবাপে বলছেন, ‘জীবনের সেরা সুযোগ (ফাইনাল খেলা)। আমাদের সবার জীবনের সেরা ম্যাচ। চার বছরে একবার এমন সুযোগ আসে। আমরা এখনও পর্যন্ত (প্রথমার্ধে)♍ যা করেছি, তার থেকেও খারাপ করতে পারতাম। ফলে আমরা কামব্যাক করতেই পারি।’
আ𝔍রও পড়ুন: মেসি নাকি ২০২৬ বিশ্বকাপেও খেলবে𒆙ন- প্রাক্তন আর্জেন্তাইন তারকার দাবিতে চাঞ্চল্য
ভিডিয়োতে রীতিমতো চেঁচিয়ে চেঁচিয়ে সতীর্থদের এভাবেই উদ্দীপ্ত করতে দেখা যায় এমবাপেকে। তিনি যেন বারবার বলওতে চেয়েছেন, চার বছরে এক বার এমন সুযোগ আসে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা ম্যাচে ফেরার ক্ষমতা রাখি। মাত্র ২৪ বছর বয়সেই দলকে এ ভাবে এমবাপেকে 'নেতৃত্ব' দিতে দেখে মুগไ্ধ নেটিজেনরা।
উল্লেখ্য, ফা🥃⛎ইনালে বিরতিতে ২-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। আর্জেন্তিনার হয়ে পেনাল্টি থেকে প্রথমে মেসি গোল করেন। দ্বিতীয় গোলটা করে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেল ডি'মারিয়া। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের হয়ে এমবাপে প্রথমে পেনাল্টি থেকে গোল করার এক মিনিটের মধ্যেই অনবদ্য ভলিতে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।সেখানেও দ্বিতীয়ার্ধে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। ফের পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপে। এর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ফলে ফ্রান্সকে হারিয়ে মেসি তাঁর ক্যারিয়ারের প্রথম এবং ৩৬ বছর পরে দেশের হয়ে তৃতীয় শিরোপাটি জয় করেন। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আটটি গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন এমবাপেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।