কারাবাও কাপে দুরন্ত জ🧜য় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রাজার মতোই ফিরলেন কাসেমেইরো, গার্নাচোরা। গত কয়েক মাসে একজমই নিজেদের চেনা ছন্দে দেখা যায়নি ম্যান ইউ ফুটবলারদের। এক বছর আগে এরিক টেন হ্যাগের কোচিংয়ে ট্রফি জিতলেও এরপর থেকে অনেকটাই সেই ট্রফির কথা বলেই দলে থেকে গেছিলেন এরিক। কিন্তু গত সপ্তাহে ওয়েস্টহ্যামের কাছে লজ্জার হারের পরেই তিনি বিদায় নেন।
আরও পড়♛ুন-T20 বিশ্বকাপ জিতিয়েছিল হার্দিক! কৃতজ্ঞতায় সম্ভবত MIতেই থাকছেন রোহিত! আর কারা থাকছেন?
রাজার মতোই ফিরল ইউনাইটেড-
আর তারপরই অবশেষে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত সপ্তাহেই ম্যাঞ্চেস্টারের কোচ♌ের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোচ এরিক টেন হ্যাগ, ওই পদে নিযুক্ত করা হয়েছিল ডাচ তারকা রুড ভ্যান নিস্তেলরয়কে। আর তিনি দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ফাইভস্টার পারফরমেন্স করল ইউনাইডেড। লেস্টার সিটিকে তাঁরা হারিয়ে দিল ৫-২ গোলে।
আরও পড়ুন-তৃতীয় টেস্টে অভিষেক হচ্ছে না নাইট তারকার! মাস্𝔍ট উইন ম্যাচে বিশ্রামಌ নেই বুমরাহর…
কাসেমেইরোর দুরন্ত পারফরমেন্স-
লেস্টার সিটির বিপক্ষে ম্যান ইউর হয়ে প্রথম গোলের খাতা ꧑খোলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমেইরো। সেই শুরু, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রেড ডেভিলসদের। ১৫ মিনিটে ব্রাজিলিয়ান কাসেমেইরোর প্রথম গোলের পর ২৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্তাইন ফুটবলার গার্নাচো। তবে এরপরই এক গোল খেয়ে বসে ম্যান ইউ। লেস্টার সিটির হয়ে বিলাল খানৌস গোল করে ব্যবধান কমান।
নতুন কোচ মুক্ত বাতাস আনল ম্যান ইউতে-
অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে ইনসুরেন্স গোলের দেখা পেতে। ৩৬ মিনিটেই ব্রুনো ফার্নান্দেজ গোল করে𒐪ন। ৩৯ মিনিটে ম্যান ইউকে চতুর্থ গোল এনে দেন সেই কাসেমেইরো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার যেন নিজেকে নতুন করেই প্রমাণ করলেন নতুন কোচ রুড ভ্যান নিস্তেলরয়ের কোচিংয়ে। ত🍌াঁকে অনেকটা ফ্রি প্লেয়ার হিসেবেই খেলিয়েছিলেন ডাচদের এই তারকা।
আরও পড়ুন-২০২৪ IPL-এ ব্যর্থ! রশিদ-গিলদের রাখলেও অনেককই ছাড়ছে GT! এক💛ঝলকে সম্ভাব্য রিটেনশন…
ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল-
প্রথমার্ধের শেষ লগ্নে কোনর কোয়াডি একটি গোল করে ফেল ব্যবধান কমান লেস্টার সিটির হয়ে। তবে এদিন ম্যান ইউ ছিল অপ্রতিরোধ্য। ম্যাচের ৫৯ ♏মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করে লেস্টার সিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রুনো ফার্নান্দেজ। নতুন কোচের আগমনে যে ড্রেসিং রুমের পরিবেশই পুরো ♛বদলে গেছে, তা বোঝা গেল এই ম্যাচ দেখেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।