ইস্টবেঙ্গলের নতুন দলে জায়গা হয়নি মণিপুরের তারকা প্লেয়ার ওয়াহেংবাম আঙ্গুসানা লুয়াং-এর। তিনি এবার নাম লেখালেন কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংয়ে। সোমবারই মহামেডানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, আঙ্গুসানাকে ত♔ারা সই করিয়েছে। এবং সেটা বেশ কয়েক বছরের চুক্তিতে।
বেশ কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল ইস্টবেঙ্গল তারকাকে নিয়ে। ট্রাউ এফসি থেকে ইস্টবে💦ঙ্গলে আঙ্গুসানা🌜 যোগ দিয়েছিলেন ২০২০ সালে। তার পর টানা তিন মরশুম মিলিয়ে আইএসএল-এ ২৯টি ম্যাচ খেলেছেন মণিপুরি এই মিডফিল্ডার। গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি আঙ্গুসানার যেটা সবচেয়ে বড় দক্ষতা ছিল, সেটা হল, তাঁর নির্ভুল পাস। যেটা যে কোনও দলের কাছেই বড় সম্পদ।
একটা সময়ে আঙ্গুসানা নিয়মিত খেলেছেন লাল-হলুদ জার্সিতে। গত সিজনে ইমামি ইনভেস্টর হিসেবে যোগ দিলেও আঙ্গুসানাকে রেখে দেওয়া হয়েছিল। এবার কার্লেস কুয়াদ্রাত এসে গোটা দলের খোলনলচে বদলে ফেলেছেন। আঙ্গুসানার সঙ্গেও চুক্তি ඣনবীকরণ করেনি ইস্টবেঙ্গল। গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছিল, ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে আঙ্গুসানাকে। যে কারণে তিনি এবার সাদা-কালো জার্সিতে খেলবেন।
এদিকে ডুরান্ডের ডার্বিতে মোহনবাগানকে হারানোর পর সোমবার পুলিশের ব্যারিকেডও ভেঙেছে ইস্টবেঙ্গল। ২-১ গোলে তারা পুলিশ এসিকে হারিয়েছে। যদিও পুলিশের ꦓবিরুদ্ধে জিততে বেশ বেগ পেতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। ডার্বিতে খেলা টিম পুলিশ ম্যাচে খেলেনি। ঘরোয়া লিগে সম্পূর্ণ অন্য। দল খেলছে।
তবে সোমবার জয়সূচক গোলটির জন্য ইস্টবেঙ্গলকে অপেক্ষা করে থাকতে হল ৮৮ মিনিট পর্যন্ত। ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেন পিভি বিষ্ণু। এদিকে পুরনো রোগ কিছুতেই ইস্টবেঙ্গল শিবিরের। গোল করে এগিয়ে গিয়েও গোল হজম করতে 🎉হচ্ছে। সোমবারও তাই হল। খেলার ১৫ মিনিটে অভিষেক কুঞ্জমের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় পুলিশ। ৪৭ মিনিটে জগমীত সিং গোলটি করেন। বাঁ প্রান্ত থেকে আশিক খান ক্রসটি 🅰করেছিলেন। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।