দীর্ঘদিন ধরেই বকেয়া টাকা বাকি মোহনবাগানের। আইএফএর সঙ্গে একাধিক বৈঠক হওয়ার পরও সুরাহা মেলেনি। টাকা মেটানোর জন্য একাধিক চিঠিও দেওয়া হয়েছে। তারপরও নেওয়া হয়নি কোনও রকমের পদক্ষেপ। ঠিক এমনই অবস্থা চলছে আইএফএ ও মোহনবাগানের মধ্যে। বকেয়া টাকা মেটানোর দাবিতে এবার সরাসরি চিঠি পাঠালেন দলের অন্যতম ডিরেক্টর বিনয় ꧟চোপড়া। যদিও এবারে এর সঙ্গে ছিল আরও একটি প্রসঙ্গ। কলকাতা লিগের ডার্বি ম্যাচের দিন মাঠে ছিল না মোহনবাগান, যার জেরে ইস্টবেঙ্গলকে জয়ী ঘোষণা করা হয়। সেই সঙ্গে তিন পয়েন্টও দেওয়া হয়েছে। আইএফএর বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে মোহনবাগান।
এদিন আইএফএকে চিঠি দিয়ে অন্যতম ডিরেক্টর দাবি করেন যে সংবাদমাধ্যম থেকে তারা জানতে পেরেছেন পয়েন্ট কেটে নেওয়ার কথা। পাশাপাশি, কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত𝐆 নেওয়া হয়েছে, সেটার রিপোর্টও চেয়েছেন তিনি। এই চিঠি পেয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 'মোহনবাগানের বকেয়া টাকা মেটানো বিষয়টা আমার সচিব হওয়ার অনেক আগে থেকেই চলছিল তবে আমি জানি না দীর্ঘদিন ধরে কেন এই বিষয়টি দেখা হয়নি। কিন্তু সচিব হয়ে আমি ওদের ১২ লক্ষ টাকা মিটিয়েছি। তবে যেহেতু ওরা আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে, তাই আমিও আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তারপর বাকি ব্যাপারটা দেখব।' পয়েন্ট কাটা প্রসঙ্গে তিনি বলেন, 'দেখুন ওদের পয়েন্ট অকারণে কাটা হয়নি। যা হয়েছে সব আইন মেনেই হয়েছে। যদি চান আপনি তাহলে সংবিধানের ১২ (আই) রুলটা দেখতে প🍎ারেন। তাহলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।'
এছাড়াও এদিন আইএফএ সচিবকে জিজ্ঞেস করা হয় ঠিক কোন কারণে ডায়মন্ডহারবার এবং খিদিরপুরের ক্রীড়াসূচির কথা কেন জানানো হয়নি। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'দুজনেই অনেক আগে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তারা কলকাতা লিগে আর ম্যাচ খেলবেনা তাই তাদের ক্রীড়াসূচিতে রাখা হয়নি। যখন আমাদের সব আয়োজন শেষের দিকে তখন মোহনবাগান জানিয়েছে যে ওরা খেলতে পারবেনা। সেই কারণেই পয়েন্ট কাটা হয়েছে আর কিছুই না।' এবার দেখার 🌌বিষয় এই লড়াই আগামীদিনে ঠিক কি রূপ নেয়। কে জয়ী হবে এই লড়াইয়ের শেষে? মোহনবাগান নাকি আইএফএ? তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দুজনেই একে অপরকে এক ইঞ্চিও মাটি ছাড়তে সম্পূর্ন নারাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।