শুক্রবার সকালে হঠাৎ করেই মোহনবাগান ক্লাবে গিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেয় সেনাবাহিনী। অভিযোগ, বিনা অনুমতিতে নির্মাণ কাজগুলো করা হয়েছিল। কিছুদিন আগে মার্চেন্ডাইজ শপ খুলেছিল সবুজ-মেরুন শিবির। ক্লাবের মূল গেটের পাশে করা হয়েছিল অস্থায়ী এই বিপণন কেন্দ্র। এদিন সেটিই ভেঙে দেওয়া হয় সেনাবাহিনীর তরফে। শুধু তাই নয়, ভাঙা হয়েছে খেলোয়াড়দের বিশ্রামাগার, মাঠের চারপাশে দাঁড় করিয়ে রাখা বিজ্ঞাপনী বোর্ড। মূলত গোটা ময়দান চত্বরই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। এমনকী ক্লাব তাঁবুগুলোও। এখানে স্থায়ী বা অস্থ🅘ায়ী যেকোনও ধরণের নির্মাণ কাজের জন্য সেনার অনুমতির প্রয়োজন হয়ে থাকে। এবার মোহনবাগানের তরফে বিপণন কেন্দ্র গড়ে তোলার জন্য অনুমতি নিয়েছিল কিনা সেটা স্পট হয়নি এখনও।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে মোহনবাগান সমর্থকদের তরফে। তাদের বক্তব্য, সেনার এভাবে ভাঙচুর চালানোর আগে সমর্থকদের আবেগের কথা ভাবা উচিত ছিল। একাধিক সবুজ-মেরুন ফ্যান ক্লাবের তরফে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিও দেওয়া হয়েছে। মোহনবাগান কর্তা রাজু কোনার বলেন, ‘আমি যখন খবর পেয়ে তাঁবুর দিকে যাই তখন দেখলাম ৪ জন সেনা কর্তಞা বেরিয়ে যাচ্ছেন। তাঁদের কাছে যখন জানতে চাইলাম কেন ভাঙচুর চালানো হল, সেই প্রশ্নের উত্তর দেননি তাঁরা।’ জানা যাচ্ছে, পরে মোহনবাগান সচিব সেনাবাহিনীর এক কর্তার সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই কর্তা বিষয়টি পরিদর্শনে এসে জানিয়ে যান, ক্লাবের তরফের এই নির্মাণ অবৈধ।
গতকাল গুরুনানক জয়ন্তী থাকায় ক্লাবে ছুটি ছিল, তাই সেনার অভিযানের সময় কোনও কর্তা উপস্থিত ছিল না। মোহনবাগান সচিব দেবাশিস দত্তও বাইরে ছিলেন। তবে তিনি ফিরে এসে বিষয়টি নিয়ে সেনার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা যাচ্ছে। ক্লাব কর্তারা আশাবাদী আলোচনা হলে সমস্যাটির সমাধান হয়ে যাবে। সেনা তরফে বক্তব্য, এটা তাদের কাজের মধ্যেই পড়ে। ময়দান চত্বরে কোনও অনুমতিবিহিনী নির্মাণ হলে সেটা ভেঙে দেওয়া হয়। এ ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। খবর পাওয়ার পর মোহনবাগান তাঁবুতে যাওয়া হয়েছিল। তবে এবার প্রথম নয়, এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের অস্থায়ী শৌচালয় নির্মাণের কাজ চলার সময়ও অভিযান চালিয়েছি𝕴ল সেনা। ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণ। যদিও মোহনবাগান ক্লাবের কর্তারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছেন। তাঁরা আবার সমস্যা মিটিয়ে পুনরায় মার্চেন্ডাইজ ܫশপটি খোলার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।