এ দিনে🌜র ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন স্পেন এবং জার্মানি ফাইনাল খেলতে নেমেছে। অসংখ্য সুযোগ তৈরি, আক্রমণ-প্রতি আক্রমণের পরতে পরতে উত্তেজনা, গোলের জন্য মরিয়া ভাব- সব উপাদানই ছিল। তবে গোলের মুখ খুলতে পারছিল না কোনও দলই। প্রথমার্ধের খেলার ফল গোলশূন্♓য ছিল। তবে দ্বিতীয়ার্ধে প্রথমে গোলের মুখ খোলে স্পেন। পরিবর্তে নামা মোরাতার গোলে এগিয়ে যায় এনরিকের টিম।
�𒀰�এর পর যখন জার্মান সমর্থকেরা ম্যাচ হারার ভয়ে যখন গুটিয়ে রয়েছে, টেনশনের মাত্র যখন আকাশছোঁয়া, ঠিক সেই সময়ে পরিবর্তে নামা ফুলক্রুগই অক্সিজেন দেয় জার্মানিকে। তাঁর গোলেই সমতা ফেরে। তাই ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে ভেসে থাকল জার্মানি।
ম্যাচের ফল গোলশূন্য
জিততে পারল না কোনও দলই। শেষের দিকে জার্মানি আক্রমণের ঝাঁজ তীব্র ভাবে বাড়িয়েছিল। ফুলক্রুগ গোলও করে সমতাও ফেরান। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। এ দিনের ম্যাচ ড্র করে বিশ্বকাপে লড়াইয়ে টিকে থাকল𓃲 জার্ম♓ানি। তবে নকআউটের জন্য অপেক্ষা করতে হবে স্পেনকে।
৬ মিনিট ইনজুরি টাইম
এখন খেলার ফল ১-১। এই ম্যাচ জিততে না পারলে, জার্মানি হয়তো ছিটকে যাব𝓡ে না, ত꧂বে নিজেদের উপর চাপ বাড়াবে তারা। এই ম্যাচ ড্র হলে নকআউটের জন্য অপেক্ষা করতে হবে স্পেনকে।
গোওওওওললললল - সমতা ফেরাল জার্মানি
৮৩ মিনিট: স্পেনের হয়𒈔ে গোল করেছেন পরিবর্তে নামা স্ট্রাইকার মোরাতা। আর জার্মানির হয়ে সমতা ফে𒁃রালেন পরিবর্তে নামা স্ট্রাইকার ফুলক্রুগ। মুসিয়ালার থেকে পাস পেয়ে দুরন্ত গোল করে ফুলক্রুগ।
জার্মানির পরিবর্তন
৭০ মিনিট: জার্মানি একসঙ্গে তিনটি পরিবর্তন করল। গুন্ডোগান, ꧑মুলার এবং কেহরার পরিবর🦋্তে সানে, ক্লোস্টারম্যান এবং ফুলক্রুগ নামলেন।
স্পেনের পরিবর্তন
৬৬ মিনিট: আ🍷সেনসিও এবং গাবির বদলে নামলেন কোকে এবং নিকো উইলিয়ামস।
গোওওওওওললললল- মোরাতার গোলে এগিয়ে গেল স্পেন
৬২ মিনিট: এই নিয়🦩ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পরিবর্তে নেমেই স্কোর ক🎃রলেন মোরাতা। আলবার পাস ধরে দুরন্ত গোল মোরাতার।
নিজে ভুল করে, নিজেই ভুল শুধরালেন সিমোনের
৫৬ মিনিট: একটি বল ফেরৎ দিতে গিয়ে সেটি তুলে দেন জার্মানি ফুটবলারের পায়ে। সেখান থেকে গোলের সুযোগ তৈরি করে জার্মানির। কিমিচের শট বাঁচান সিমোনে। নিজের ভুল শুধরে না নিলে, তাঁর জন্য কপাল🧜ে দুঃখ ছিল স্পেনের।
স্পেনের পরিবর্তন
৫৫ মিনিট: লুইস এনরিকে পরিবর্তন করেনষ। তোরেসকে ত꧙ুলে আলভ♛ারো মোরাতাকে নামানষ
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
প্রথমার্ধেඣ সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধে কি গোলের মুখ খুলবে?
বিরতিতে খেলার ফল গোলশূন্য
কাতার বিশ্বকাপের গ্রুপ লিগের অন্যতম উত্তেজনার ম্যাচ চলছে জার্মানি-স্পেনে𓆏র মধ্যে। এই ম্যাচ হারলে জার্মানির কাছে বড় ধাক্কা হবে। স্পেন এই ম্যাচ জিতলে নকআউটে পৌঁছে যাবে। প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউই গোলের মুখ খুলতে পার🌳েনি।
২ মিনিট ইনজুরি টাইম
কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। প্রথমার্ধের নির্দিষ্ট ৪৫ মিনিটের 🌺খেলা শেষ। ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
জার্মানির গোল বাতিল
৩৯ মিনিট: ফ্রি-কিক থেকে বল ভাসিয়েছিলেন গুন্ডোগান। অরক্ষিত রুডিগার হেডে দুরন্ত গোলও করেন। উচ্ছ্বাসে ভাসে জার্মান শিꦅবির। কিন্তু ভারের সাহায🧸্য দেখা যায়, তিনি অফসাইড ছিলেন। যে কারণে গোলটি বাতিল হয়।
বড় সুযোগ স্পেনের
৩৩ মিনিট: ড্য়ানি ওলমোর স্কোয়ার প𝔉াস। যদিও সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ ফেরান তোরেস। যদিও পরে দেখা যায়, সহকা💟রি রেফারি অফসাইড দিয়েছেন।
চাপ বাড়াচ্ছে জার্মানি
৩০ মিনিট: জার্মানি কিন🔯্তু চাপ বাড়াচ্ছে স্পেনের ডিফেন্সে। স্পেনের তিকিতাকা এই মুহূর্তে কাজ করছে না। কারণ এখন পুরো খেলাটাই হচ্ছে স্পেনের বক্সে। যখন তখন গোল করে দিতে পারেꦰ জার্মানি।রুডিগার
ন্যুয়েরে ভুল, বড় বিপদ কাটল জার্মানির
২৬ মিনিট: ন্যুয়ের দুর্বল ক্লিয়ারেন্স। গাবি ♔বলটি পেয়ে গিয়ে তোরেসের কাছে বল বাড়ান। ন্যুয়েরের ভুলে অঘটন ঘটতে পারত। কিন্তু তোরেসের দুর্বল শট। ♉রক্ষা পায় জার্মানি।
জার্মানির আক্রমণ
১০ মিনিট: লিও গোরেৎজকা স্পেনের ডিফেন্সের বুক চিরে মাঝখান দিয়ে বল নিয়ে এগিয়ে যান। এ দিকে♉ ন্যাব্রিকে লক্ষ্য করেন গোরেৎজকা। ন্যাব্রি বক্সে প্রবেশ করেন এবং সিমোনকে টপকে বলটি গোলে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু শটটি ব্লক করে স্প্যানিশ কিপার। তবে রেফারি অফসাইডের জন্য তার বাঁশি বাজান।
দুরন্ত সেভ ন্যুয়েরের
৬ মিনিট: দুরন্ত সেভ করলেন ✅ন্যুয়ের। প্রায় ৩০ গজ দূর থেকে ওলমোর দুরন্ত প্রয়াস, বাঁ-দিকে ডাইভ দিয়ে অসাধারণ সেভ করেন জার্মান কিপার। ২০১০ সালের চ্যাম্পিয়নরা দুরন্ত ছন্দে 🐷শুরু করেছে।
খেলা শুরু
জার্মানি আজ বাড়তি চাপ নিয়ে খেলꦜতে নেমেছে🌠। কী হবে ম্যাচের ফল? দুরন্ত ছন্দে থাকা স্পেনকে তারা হারাতে পারবে? স্পেন কিন্তু এক চুলও জায়গা ছাড়বে না।
স্পেনের একাদশ
জার্মানদের বিরুদ্ধে স্পꦅেনের প্রথম একাদশ একটিই পরিবর্তন। সিজার আজপিলিকুয়েতার জায়গায় কার্ভাহাল। প্রথম একাদশ : উনাই সিমোন, রড্রি, জর্ডি আলবা, ড্যানি কার্ভাহাল, আইমেরিক লাপোর্তে, সের্গিও বুস্কেতস, গাবি, পেদ্রি, মার্কো আসেন্♔সিও, ফেরান তোরেস, ড্যানি ওলমো।
জার্মানির একাদশ
জার্মানির প্রথম একাদশে জোড়া পরিবর্তন। প্রথম একাদশে নেই ꧟শ্লটেরব্যাক এবং কাই হাভার্ৎজ। প্রথম একাদশ : ম্যানুয়েল ন্যুয়ের, অ্যান্টনিও রুডিগার, ডেভিড রম, থিলো কেহরার, জোশুয়া কিমিচ, লিও গোরেৎজকা, সার্জ ন্য়াব্রি, থমাস মুলার, জামাল মুসিয়ালা, নিক্লাস সুলে, ইকে গুন্ডো⭕গান
পুরনো পরিসংখ্যানে এগিয়ে জার্মানি
পরিসংখ্যান বলছে, মুখোমুꦡখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানি। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে মোট ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯টিতে। স্পেন জিতেছে ৮টি ম্যাচ। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। এ দিকে ফিফা র্যাঙ্কিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র্যাঙ্কিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।বিশ্বকাপের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে জার্মানি। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মোট চার বার দেখা হয়েছে জার্মানি এবং স্পেনের। সেখানে দু'টি ম্যাচ জিতেছে জার্মানি, একটিতে জয় পেয়েছে স্পেন।
ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামছে জার্মানি
রবিবার ম্যাচের আগে জার্মানি শিবিরে যে টেনশনের আবহ রয়েছে, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, ফুটবলারদের নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখাই দলের সাফল্যের চাবিকাঠি। স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে ফ্লিক সংবাদমাধ্যমে জানান, ‘দল হিসেবে এবং ব্যক্তিগত ভাবেও খেলোয়াড়দের সব সময়ে উন্নতি করতে হয়, এই কারণেই দলের অনেক সম্ভাবনা রয়েছে, যা তারা এই মুহূর্তে দিতে পারছে না।’তিনি যোগ করেছেন, ‘যদিও আমি বিশ্বাস করি, আমরা উন্নত মানের ফুটবল খেলি। আমরা দলকে বিশ্বাস কꩵরি, আমরা ইতিবাচক আছি, রবিবার স্পেনের বিরুদ্ধে আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব।’
জার্মানিকে বাড়তি সমীহ এনরিকের
কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলে দুরন্ত জয়ের পর থেকেই উচ্ছ্বাস ভাসছেন স্পেনের সমর্থকরা। শনিবার বিকেলে দোহা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠকে লুইস এনরিকে অবশ্য বলে দেন, ‘প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারালেও এখনও আমরা শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। এখনই এত উল্লসিত হওয়ার কোনও কারণ রয়েছে বলে আমি মনে করি না। রবিবার আমাদের প্রতিপক্ষ এমন একটা দল, যারা চার বার বিশ্বকাপ জিতেছে। জার্মানি প্রথম ম্যাচে হারলেও কী করে ওদের অতীতের সাফল্যকে অস্বীকার করব?’ তিনি যোগ করেন, ‘ফ্লিক এবং আমার দর্শনে কোনও পার্থক্য নেই। আমাদের দু’জনেরই লক্ষ্য থাকে শুরু থেকে বিপক্ষের উপরে আধিপত্❀য বিস্তার করে জয় ছিনিয়ে নেওয়া। যাঁরা মনে করছেন, জার্মানিকে আমরা সহজেই হারিয়ে দেব, আমার মতে তাঁরা ভুল করছেন। এই ম্যাচ💫টা মোটেও সহজ হবে না।’
ঝুলে জার্মানির ভাগ্য
তিকি-তাকার মায়াজালে কোস্টা রিকাকে বিভ্রꦜান্ত করে ৭-০ দুরন্ত জয়ের পরে শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করে ফেলেছে স্পেন। কিন্তু জাপানের কাছে ১-২ গোলে হেরে বিদায়ের আতঙ্ক চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান শিবিরে। আজ, রবিবার আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে ম্যাচের উপরেই নির্ভর করছে টমাস মুলারদের বিশ্বকাপ-ভাগ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।