আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান এবং সিইও এই মুহূর্তে লাহোরে আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তিনি আশ্বাস পেতে চান যে এই বছরে ভারতে অনুষ্ঠিত🐓 ওডিআই বিশ্বকাপে তাদের ম্যাচগুলির জন্য পিসিবি-র হাইব্রিড মডেল প্রয়োগ করার জোর দেবে না। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস পেতে বিশেষভাবে লাহোরে গিয়েছেন আইসিসির প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডিস। সূত্র পিটিআইকে বিষয়টি নি💜শ্চিত করেছে।
আরও পড়ুন… IPL ꦓ2023 Final: মোহিতের সঙ্গে কেন এমনটা কর🅷লেন, হার্দিকের উপর চটলেন গাভাসকর-সেহওয়াগ
পিসিবি প্রধান নাজাম শেঠি সাফ জানিয়ে দিয়েছিলেন, এশিয়া কাপের জন্য যদি ভারতীয় দল পাকিস্তান সফর না করে, তাহলে তাদের দলও বিশ্বকাপে ভারতে যাবে না। এর পরই পাকিস্তান সফরে এসেছেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। সূত্র মারফৎ জানা গিয়েছে আইসিসি এবং বিশ্ব🧜কাপের আয়োজক বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নাজাম শেঠির হাইব্রিড মডেল নিয়ে চিন্তিত।
আরও পড়ুন… WTC ফাইনা🔯লে জার্সি স্পনশর ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া!
সূত্র জানিয়েছে, ‘শেঠি এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেলের পরামর্শ দিয়েছেন, যা বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে, তবে কর্মকর্তারা উদ্বিগ্ন যে এই মডেলটি যদি আঞ্চলিক প্রতিযোগিতার জন্য গ্রহণ করা হয়, তাহলে পিসিবি পাকিস্তানের সঙ্গে সমস্যায় পড়বে। ভারতে খেলার প্রশ্নে আইসিসিকে বিশ্বকাপেও এই মডেলটি বাস্তবায়ন করতে ဣবলা হতে পারে।’
আরও পড়ুন… ভিডিয়ো- বড় দাদার মত সান্ত্বনা দিলেন ভেঙে পড়া মোহিত শর্মাকে, ধোনির 𓆏আচরণে🧸 মুগ্ধ সবাই
শেঠি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে পাকিস্তান সরকার যদি নিরাপত্তার কারণে দলটিকে ভারতে পাঠানোর অনুমতি না দেয়, তাহলে পিসিবি আইসিসিকে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের ম্যাচগুলি করতে বলবে। সূত্র জানিয়েছে, ‘এটা স্বাভাবিক যে আইসিসি এবং বিসিসিআই এমন পরিস্থিতি চায় না কারণ এটি ভারত-পাকিস্তান ম্যাচ এমনকি টুর্নামেন্টের সাফল্যকে প্রভাবিত করবে।’ অন্য একটি সূত্র জানিয়েছে যে এই কারণেই বিসিসিআই🥀 সচিব জয় শাহ এশিয়া কাপের হাইব্রিড মডেলটি গ্রহণ করছেন না, যার অধীনে তিনটি বা চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি দলগুলি সংযুক্ত আরব আমির শাহিতে বা শ্রীলঙ্কায় খেলতে হবে।
আরও পড়ুন… উফফ! কাইফকে বিরাট কোহলির ছক্কা মনে ক𓄧রিয়ে দিল রায়ডুর স্লোয়ার বলে ছয়, 🅘দেখুন ভিডিয়ো
পাকিস্তান এশিয়া কাপের আয়োজক এবং নাজাম শেঠি বারবারꦿ পুনরাবৃত্তি করে আসছেন যে টুর্নামেন্টটি পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্﷽যুতে অনুষ্ঠিত হলে তার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
সূত্র আরও ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তান যদি এশিয়া কাপের কিছু ম্যাচ আয়োজন না করে, তবে বিশ্বকাপেও এর বিরূপ প্রভাব পড়বে। সূত্র আরও জানিয়েছেন যে, ‘আইসিসির কর্মকর্তারা পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে সেতু হিসেবে কাজ করার এবং এশিয়া কাপ এবং বিশ্বকাপ ൲সম্পর্কিত অমীমাংসিত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছেন।’
এই খবরটি আপনি পড়তেꦫ পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।