💛 দিল্লির প্রথম টি-২০ ম্যাচে ভারত ৭ উইকেটে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। কটকের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় ৪ উইকেটে। ৫ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়লে সিরিজের ফেরা কতটা মুশকিল হয়ে দাঁড়ায়, সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। তবে সেই মুশকিল কাজটা সহজে করে দেখায় টিম ইন্ডিয়া।
ঋষভ পন্তরা বিশাখাপত্তনমে জয় তুলে নেন ৪৮ রানের বড় ব্যবধানে এবং সিরিজের ব্যবধান কমিয়ে ২-১ করেন। এবার রাজকোটে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ভারতের ৬ উইকেটে ১৬৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার 🥀ইনিংস শেষ হয়ে যায় ৮৭ রানে। ৮২ রানের বি꧒শাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
প্রথমত, রানের নিরিখে টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটিই সব থেকে বড় জয় ভারতের। এর আগে বিশাখাপত্তনমের ৪৮ রানের জয়টিই ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার বৃহত্তম জয়। পরের ম🐭📖্যাচেই ব্যবধান বেশ কিছুটা বাড়িয়ে নেন ঋষভ পন্তরা।
আরও পড়ুন:- IND vs SA: ২৭ বলে ৫৫, ছয়ে ব্যাট করতে নেমে ধোনির রেকর্ড ভেঙ🧔ে নজির গড়লেন কার্তিক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।