সূর্যকুমার যাদব ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। কিন্তু একটি চোখ-ধাঁধানো ক্যাচ নি🅺য়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সূর্য। যার নিটফল, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম বলেই ব্রেন্ডন কিং শূন্য করে সাজঘরে ফেরেন।
রবিবার (৬ অগ꧒স্ট) গায়ানায় ভ🐼ারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিলক বর্মা ছাড়া ভারতীয় ব্যাটাররা নিরাশই করেছেন। তবে ক্যারিবিয়ানদের ইনিংসের শুরুতেই ব্র্যেন্ডন কিংয়ের আউট হওয়াটা ছিল ভারতের প্লাস পয়েন্ট। সূর্যের এই ক্যাচ ভারতকে বাড়তি গতি দিয়েছিল। তবে আখেরে কাজে এল না সূর্যের ক্যাচ।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি🎃 করে সূর্যের রেকর্ড ভা♏ঙলেন তিলক, অল্পের জন্য ছোঁয়া হল না রোহিতের নজির
ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এদিন বোলিং ওপেন করার দায়িত্ব নিজেই তুলে নিয়েছিলেন। এবং প্রথম ꦛবলেই ভারতকে তিনি সাফল্য এনে দেন। হার্দিক একটি আউটসাইড অফে বল করেছিলেন। সেটি মারতে গিয়েছিলেন কিং। তিনি নিজেও ভাবেননি ওটা ক্যাচ হয়ে যাবে। শর্ট এক্সট্রা কভারে ফিল্ডিং করছিলেন সূর্য। তিনি ডানদিকে ডাইভ দিয়ে মাটি থেকে মাত্র এক ইঞ্চি উপরে বলটি ধরেন। নিঃসন্দেহে দুরন্ত ক্যাচ ছিল। দ্রুত রিফ্লেকশনে ক্যাচটি নেন সূর্য। এক চুল এদিক ওদিক হলে ক্যাচটি ধরতে পারতেন না স্কাই। সূর্যকুমার যাদব হয়তো নিজেই নিজের এই প্রচেষ্টা দেখে হতবাক হয়েছেন। কারণ তিনি এর পর উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েন। তবে সূর্যের এই ক্যাচ কাজে আসেনি। দ্বিতীয় টি🐬-টোয়েন্টিতেও হারল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুভমান গিল (৭) এবং সূর্যকুমার যাদব (১) চূড়ান্ত হতাশ করেন। ইশান কিষাণ এবং তিলক বর্মা এর পর তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন। তবে ইশান ২৭ করে আউট হয়ে গেলে ক্রিজে আসেন সঞ্জু স্যামসন। তবে সঞ্জুও নিরাশ করেন। তিনি মাত্র ৭ রানে আউট হন। এর পর হার্দিক পান্ডিয়া নামার পর তিলক বর্মাꩵ নিজের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি পূরণ করেন। ১টি ছক্কা এবং পাঁচটি চারের সাহায্য তিলক ৪১ বলে ৫১ রান করেন। ৩৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিলক। ২৪ করেছেন হার্দিক পান্ডিয়া। ১৪ রান করেছেন অক্ষর প্যাটেল বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ভারত ৭ উইকেটে ১৫২ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।