শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়া বা বলা যায় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার ছিলেন ব্রেট লি। একটা সময়ে পাকিস্তানের পেসার শোয়েব আখতার এবং অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি'র আগুনে গতি হাড়হিম করে দিত বিপক্ষ ব্যাটারদের। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন লি। তবে বিশ্বকাপ জিতলেও সম্প্রতি তাঁর ক্রিকেটীয় জীবনের অন্যতম আক্ষেপের ঘটনাটি সামনে এনেছেন সমর্থকদের আদরের 'বিঙ্গা'। ব্রেট লি জানিয়েছেন ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের শুরুর কয়েকটা দিন আগেই ছি✅টকে 🌄যাওয়ার আক্ষেপটা তিনি এখনও ভুলতে পারেননি।
সম্প্রতি ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগের সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই অজি পেসার। তিনি জানিয়েছেন, ‘আমরা অকল্যান্ডে অনুশীলন করছিলাম। পরের সপ্তাহেই আমাদের বিশ্বকাপ খেলতে উড়ে যাওয়ার কথা ছিল।আমি কোচকে বলেছিলাম যে আমি ফিল্ডিং করতে একেবারেই উৎসাহী নই।আমাকে উনি বলেন চিন্তা করবেন না, তোমার কোন অসুবিধা হবে না। আমি যখন বলটা স্লাইড করে তুলতে যাই তখন আমার গোড়ালিতে হঠাৎ করেই চোট লাগে। আমি চার বছর ধরে এই বিশ্বকাপ খেলার জন্য অনুশীলন করেছি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছি। তার কয়েকদিন আগেই এইভাবে ছিটকে যাওয়াটা অত্যন্ত বেদন🌱াদায়ক ছিল।’
২০০৭ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল ওয়েস্ট ইন্ডিজে। সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দল। ওয়ানডে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছিল তারা। সেবার ব্রেট লি'র বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন স্টুয়ার্ট ক্লার্ক। দলের তৎকালীন ডাক্তার ট্রেফর জেমস জানিয়েছিলেন লি'র চোট যা গুরুতর তাতে করে লি'র ২-৩ মাস সময় লাগবে ফের বোলিং শুরু করতে। অর্থোপেডিক সার্জেন কিম স্ল্যাটারের তত্ত্বাবধানে এরপর ধীরে ধীরে মাঠে ফিরে আসার লড়াই শুরু করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালে অজিরা তাদের প্রথম ম্যাচ খেলেছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে সেখান থেকে ওয়ানডে সিরিজে ৩-০ ফলে হেরে ফিরতে হয়েছিল অ🌌স্ট্রেলিয়াকে। যদিও সেই সিরিজ হারের প্রভাব কোনও ভাবেই তাদের বিশ্বকাপের পারফরম্যান্সে পড়েনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।