কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের আইপিএল ২০২৩-এর ম্যাচটিকে প্রাথমিকভাবে সৌরভের মগজাস্ত্র বনাম ঋদ্ধি-শামির স্কিলের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। তবে বাংলার ক্রিকেটমহলের কাছে যে ম্যাচটি এমন চমকপ্রদ হয়ে দেখা দেবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল ছিল। কেননা মঙ্গলবার কোটলায় একসঙ্গে চারজন বাংলার ক্রিকღেটার মাঠে নামেন দু'দলের হয়ে।
ঋষভ পন্তের বদলি হিসেবে দিল্লির স্কোয়াডে ঢোকা অভিষেক পোড়েলের আইপিএল অভিষেক 🌄হয় এই ম্যাচে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিষেকের মাঠে ন🎀ামার সম্ভাবনা থাকলেও দিল্লির হয়ে সেই ম্য়াচে উইকেটকিপিং করেন সরফরাজ খান। তবে গুজরাটের বিরুদ্ধে কোনও ঝুঁকি নেয়নি দিল্লি। তারা ঘরের মাঠে আইপিএল ক্যাপ হাতে তুলে দেয় অভিষেকের।
দিল্লির হয়ে লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি গুজরাটের বিররুদ্ধে൩ দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশেও জায়গা ধরে রাখেন। সুতরাং, এই ম্যাচে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলার অভিষেক ও মুকেশ।
অন্যদিকে গুজরাট টাইটানসের হয়ে যথারীতি মাঠে নামেন বাংলার দুই সিনিয়র তারকা ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। ঋদ্ধি যদিও গত ঘরোয়া মরশ♋ুম থেকেই বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করছেন। বাংলা দলে ঋদ্ধিমানের খামতি পূরণ করেছেন অভিষেক। এবার আইপিএলে যুযুধান🐲 দু'দলের হয়ে উইকেটকিপিংয়ে দুই তারকা।
দিল্লির প্রথম একাদশ: ꦑপ♏ৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), মিচেল মার্শ, সরফরাজ খান, রিলি রসউ, আমন হাকিম খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া ও মুকেশ কুমার।
গুজরাটের প্রথম একাদশ: ঋদ🧜্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জোশ লিটল, আলজারি জোসেফ, যশ দয়াল ও মহম্মদ শামি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।