দিল্লি ক্যাপিটালস খুবই খারাপ পারফরম্যান্স করে চলেছে। তারা ৮টি ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে। ব্যাটাররা সে ভাবে পারফরম্যান্স করতে পারছেন না। দেশীয় ক্রিকেটারদের হালও বেগতিক। সে ভাবে তাঁরা জ্বলে উঠতে পারছেন না বলে হাল খারাপ দিল্লির। বিদেশিদের অবস্থাও আহামরি নয়। প্রশ্ন উঠেছে প্𝔍লেয়ার বাছাই নিয়েও। সব মিলিয়ে এ বার চাপে পড়ে গিয়েছেন রিকি পন্টিং থেকে শুরু করে দলের কোচিং স্টাফ, স্কাউট প্রত্যেকেই।
শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সরফরাজ খান, প্রিয়াম গর্গ এবং রিপল প্যাটেলের মতো তরুণ ব্যাটাররা একেবারেই নিরাশ করেন। সানরাইজার্সের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে মিচেল মার্শ এবং ফিল সল্ট ১১ ওভারে ১১২ রানের পার্টনারশিপ করলেও, জিততে ব্যর্൲থ হয় দিল্লি𝐆। ৯ রানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস।
যদিও অক্ষর প্যাটেলের আগে গর্গ এবং সরফরাজকে নামানোন ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত ছিল, সেটি চ🥃ূড়ান্ত ভুলভাল হলেও, সেটা ডিফেন্ড করার চেষ্টা করেছে, তবে এই বিষয়টি নিয়ে সমালোচনা চলছেই। এবং দিল্লি ক্যাপিটালসের কর্তারা বিষয়টি ভালো ভাবে নেননি।
ম্যাচে๊র পর মিচেল মার্শ অবশ্য বলেছিলেন, ‘আমাদের সব খেলোয়াড়ের প্রতি অনেক বিশ্বাস আছে। আমাদের লাইনআপে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় আছে, কিন্তু ওদের উপর বিশ্বাস রাখতে হবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে। ওদের খেলাতে হবে এবং আমি মনে করি না, ওদের (গর্গ, সরফরাজ) জন্য ম্যাচটা হেরেছি ।’
যাইহোক টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে যে, দিল্লি ক্যাপিটালস গত দুই বছরে যে ভাবে স্কাউটিং করেছে, তাত꧙ে খুশি নয় ম্যানেজমেন্ট। এবং নিলামেও ঠিক করে প্লেয়ার বাছাই করা হয়নি। এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘এমন কিছু লোক আছে, যাদের উচ্চ মানের ক্রিকেটের অভিজ্ঞতা খুবই কম এবং তাদের স্কাউটিং করার দায়িত্ব দেওয়া হয়েছে⛄। নিলামের টেবিলেও প্রধান কোচের অনুপস্থিতিতে ম্যানেজমেন্ট খুবই বিরক্ত।’
ছয় বছর আগে এই ফ্র্যাঞ্চাইজি শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, পৃথ্বী শ' এবং অক্ষর প্যাটেলের মতো তরুণদের দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই তরুণদের সঙ্গে শিখর ধাওয়ানের মতো সিনিয়র পেশাদারদের দলের প্রধান♒ ভূমিকার দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: শখের মাশুল, প্লেয়ারদের ভালোবেসে খাওয়াতে গিয়ে ১২০টি আলুর পরোটা বানাতে হয়েছিল ♈প্রীতিকে
বর্তমান যে সমস্ত তরুণরা রয়েছেন, তাঁরা ঘরোয়া সাদা বলের ক্রিকেটে তাদের পারফরম্যান্স বিচার করা হয়নি। যশ ধুলকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স দেখেই নেওয়া হয়েছে। সরফরাজ লাল বলের ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন, কিন্তু তিনিও সাদা বলের ফর্ম্যাটে আধিপত্য বিস্তার করতে পারেননি। রিপল গত মরশুম থেকেই ক্যাপিটালসে রয়েছেন, কিন্তু🍌 এখনও পারফরম্যান্সই করতে পারেননি। ললিত যাদবের পারফরম্যান্সও ম্যানেজমেন্টকে হতাশ করেছে। অথচ রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতার চেয়ে ললিত যাদবকে বেশি প🎃্রাধান্য দেওয়া হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।