দুরন্ত ছন্দে মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স। মূলত দুই আফগান স্পিনার রশিদ খান এবং নূর আহমেদের দাপটেই ৫৫ রানে হারল মুম্বই। হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে খানকিটা একতরফা ভাবেই হারায়। এটি গুজরাটের পঞ্চম জয় ছিল। এ দিকে পাঁচ বারের চ্যাম্পিয়ন টিম মু🃏ম্বইয়ের এটি ৭ ম্যাচের মধ্যে চতুর্থ হার ছিল।
গুজরাট টাইটান্সের ১৮ বছরের তরুণ লেগ-স্পিনার নূর আহমেদ মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করꦆেন। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ♚৩ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে রয়েছেন ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব এবং টিম ডেভিডের মতো তারকারা। নূরের পারফরম্যান্সে মুগ্ধে খোদ হার্দিক। এই জয়ের পর নূরের দুরন্ত পারফরম্যান্সের পিছনে আসল রহস্য উদ্ঘাটন করেছেব গুজরাট টাইটান্সের সহ অধিনায়ক রশিদ খান।
আরও পড়ুন: আজকের ম্যাচের পর প্🎃রায় ১ মাস ঘরের মাঠে খেলা নেই বিরাটদের, কারণটা জানেন?
নূরও আফগানিস্তানেরই প্লেয়ার। তাই নূরকে ভালো ভাবেই চেনন রশিদ। আর নূরের কাছে রশিদ হলেন তাঁর আইডল। মুম্বইকে হারানের পর রশিদ বলেছেন, নূর এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও ক্রিকেট খেলেছেন। ১৮ বছরের তরুণ কঠোর পরিশ্রমী। নিজেকে ﷽তৈরি করতে রাত ১টা-২টোর সময়ে জিমে যেতেন নূর। বোলিং অনুশীলন করতেন রশিদের সঙ্গে। এই তরুণ বোলারের শেখার খিদেটা মারাত্মক।
আরও🦋 পড়ুন: KKR-এর বিরুদ্ধে নামার আগে নে𝓀টে সিরাজকে পিটিয়ে ছাতু করলেন কোহলি- ভিডিয়ো
রশিদ খান বলেন, ‘ওকে টিমে রাখা এবং ওর সঙ্গে বোলিং পার্টনারশিপ শেয়ার করাটা দারুণ ব্যাপার।’ তিন✃ি আরও যোগ করেছেন, ‘গত বছর যখন ও জিটি-তে যোগ দিয়েছি𝄹ল, তখনই প্রথম দেখা হয়েছিল আমাদের। এর আগে ও অনূর্ধ্ব-১৯ খেলেছে, কিন্তু আমি অনুভব করেছি, ওকে খেলানোর এটাই সময়। ও শুধু শিখতে চায়। ও এত কঠোর পরিশ্রম করছে। গত বছর নেটে ও যে ভাবে বোলিং করেছিল, শুধু প্রশ্ন জিজ্ঞাসা করতেই থাকে। আমি জিমে সেশন করছি এবং সেই সময়ে ও এসে বলবে চলো জিমে বোলিং করি। রমজানের সময় রাত ১টা, ২টোতেও ও আমার সঙ্গে জিমে বোলিং করেছে।’
এর আগে, নূর আহমেদ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষেও ভালো পারফরম্যান্স করেছিলেন। সেই ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টির মোট ৫৩ ম্যাচে ৫২ উইকেট রয়েছে নূরের। ১০ রানে ৪ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স। আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, ওয়ানডে-তে কোনও উ𝔉ইকেট পাননি নূর। তবে টি-টোয়েন্টিতে ৪ উইকেট রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।