সঞ্জু স্যামসনের ইনিংস দেখে মুগ্ধ রাজস্থান রয়্যালস এর ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান 🎶রয়্যালস-এর অধিনায়ক সঞ্জু স্যামসন যে ধরনের ইনিংস খেলেছিলেন তা দেখে বেশ অবাক হয়েছিলেন কুমার সাঙ্গাকারা। ম্যাচের পরে সঞ্জু স্যামসনকে নিয়ে চমকপ্রদ বক্তব্য দিয়েছেন কুমার সাঙ্গাকারা। জয়ের পর ড্রেসিংরুমে স্যামসন প্রসঙ্গে কুমার সাঙ্গাকারা বলেন, আপনি যখন ছন্দে থাকেন তখন রশিদ খান ও মুথাইয়া মুরলিধরনের মতো বোলাররাও আপন🌳ার সামনে কিছুই করতে পারবেন না।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। পাওয়ারপ্লেতে দ্রুত দুই উইকেট হারিয়ে দল যখন সমস্যায় ছিল, তখন সঞ্জু দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে সমস্যা থেকে বের করে আনেন। সঞ্জু স্যামসন ৩২ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন। এই সময় তিনি গুজরাট টাইটানসের প্রধান বোলার রশিদ 💝খানকে এক ওভারে টানা তিনটি ছক্কা মেরেছিলেন। এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছিলেন কুমার সাঙ্গাকারা। তাই তো ম্যাচের পরে যখন দলের সঙ্গে তিনি টিম মিটিং করছিলেন তখন বিষয়টিকে তিনি তুলে ধরেন। কারণ সঞ্জুর এ দিনের ইনিংস ও সঞ্জুর দুর্দান্ত ব্যাটিং দেখে দারুণ খুশি ছিলেন কুমার সাঙ্গাকারা।
আরও পড়ুন…. RCB vs CSK🌃: এরকম কেউ আসেনি, আসবেও 🃏না-দক্ষিণী ডার্বির আগে ধোনি-কোহলির মধ্যে কার সম্বন্ধে বললেন গাভাসকর?
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্যাপ্টেন স্যামসনের প্রশংসা করে কুমার সাঙ্গাকারা বলেন, ‘ক্যাপ্টেন, আপনি শুধু পাওয়ারপ্লেতেই দলকে সমস্যা থেকে টেনে বের করে আনেননি, কিন্তু সেই ওভারে রশিদ খানকে আপনি যেভাবে ছক্কা ༒মেরেছিলেন তা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি ছিলেন গেম চেঞ্জার। তিনি তার দলের সেরা বোলার ছিলেন এবং তাঁকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার বলা হয় কিন্তু আপনি তাঁকে খারাপভাবে ধুয়ে দিয়েছেন। এটি দেখায় যে আপনি যখন আপনার ছন্দে থাকবেন তখন যে কোনও কিছুই সম্ভব। সেই সময়ে রশিদ খান থাকুক বা সেই জায়গায় মুথাইয়া মুরলিধরন বা শেন ওয়ার্ন থাকুক, সেটা বিবেচ্য নয়। বল খেলো বোলার নয়। আপনি খুব ভালো ব্যাটিং করেছেন।’
আরও পড়ুন…. MI vs KKR: এত দুর্বল পেস অ্যাটাক! নীতিশ রানার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন তারকা নাইট প্রাক্ত💃নী
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানসের দল স্কোর বোর্ডে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল। জবাবে রাজস্থান রয়্যালস ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে নিজেদের🍷 লক্ষ্য অর্জন করে। এই জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন সঞ্জু স্য়ামসন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বা♏ংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।