কয়েক মাস আগেই প্যারিস অলিম্পিক্সে গিয়ে দুটি পদক জিতে রেকর্ড গড়ে এসেছিলেন ভারতের মেয়ে মনু ভাকের। শ্যুটিংয়ে পদকের হ্যাটট্রিকও হতে পারত, কিন্তু শেষ ইভেন্টেꦑ তিনি চতুর্থ স্থানে শেষ করেছিলেন। নাহলে তিনি আরও বড় রেকর্ড গড়তে পারতেন। এমনিতেও একই অলিম্পিক্সে জোড়া পদক ভারতীয় মহিলাদের মধ্যে প্রথমই। পুরুষ মহিলা উভয়ের মধ্যেও স্বাধীনতার পর প্রথম।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্🍒গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেꦇনু
সম্প্রতি নিজের ট্রেনিং শুরু করেছেন হরিয়ানার কন্যা মনু ভাকের। তবে ট্রেনিং শুরু করলেও আগামী মাসের জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে। বর্তমানে মনু ভাকের এবং তাঁর কোচ জসপাল রানা রয়েছেন ইউরোপে, তাঁরা মনু ভাকেরের পিস্তলে গ্রিপিং নিয়♏ে কাজ করছেন। অর্থাৎ পিস্তল আরও ভালো ভাবে ধরলে আরও তীক্ষ্ণ হবে মনু পারফরমেন্স।
Video- ꧃বিরাট🐲 কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
জার্মানি থেকে এক ভারতীয় সংবাদপত্রকে জসপাল রানা জানিয়েছেন, ‘আমরা এখন 🌳গ্রিপিংয়ের ওপর কাজ করছি। এটা পূর্বনির্ধারিত ট্রেনিং সূচির মধ্যে অন্যতম, অর্থাৎ আগে থেকেই ঠিক করা ছিল। অনেক কিছুর ওপর আমাদের এখন কাজ করতে হবে, এখনই আমি সব কিছু ওভাবে বলতে পারব না।🐠 এতটুকুই বলতে পারি, যেটাই আমরা করছি সেটা আমাদের ভবিষ্যৎে অনেক পরিবর্তন আনতে চলেছে ’।
জানা গেছে, মনু ভাকেরের ১০ মিটার এয়ার পিস্তলের গ্রিপ সুইৎজারল্যান্ডে মোডিফাই করা হয়েছে, অর্থাৎ আরও উন্নত করা হয়েছে। অন্যদিকে ২৫ মিটার যে এয়ার পিস্তলে মনু খেলেন, তা জার্মানিতে উন্নত করা হয়েছে। জসপাল রানা জানাচ্ছেন, সুইৎজারল্যান্ডের লুগানোতে তাঁরা অনুশীলনের জায়গা পেয়েছেন। তবে একা অনুশীলন করবেন না। এখানে ভারতের🌄 অন্যান্য শ্যুটাররাও অনুশীলনের জন্য যাবে। পৃথক একটি রেঞ্জ সেখানে ভারতীয় শ্যুটারদের জন্য ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো ꦏআনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
সম্প্রতি প্যারিসে পরপর দুটি ব্রোঞ্জ পদক জেতার পর অনেকেই প্রশ্ন করছিলেন মনু ভাকেরের ফোকাস নিয়ে। কারণ শ্যুটিংয়ের থেকে দূরে গিয়ে বেশি প্রমোশনাল ইভেন্ট অর্থাৎ বিজ্ঞাপনের শ্যুটিংয়েই দেখা গেছিল তাঁকে। যদিও জসপাল রানা বলছেন, লোক কি বলছে, তাঁদে♍র উত্তর দেওয়ার জন্য তিনি বসে ন🐷েই। তবে তিনি জানিয়েছেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ভালোভাবে না হওয়ায় মনু সেখানে অংশ নেবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।