শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনে꧃র সিরিজের সফর শুর༺ু করবে টিম ইন্ডিয়া। তবে এর কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সতীর্থদের এই ফল নিয়ে খুব বেশি উত্তেজিত ছিলেন না। এবং তিনি তার সতীর্থদেরও বেশি উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন… কিছু করেছি বলেই তো এখানে আছি, ১০ বছরের প্রাপ্তি দিয়ওে সমালোচকদের ‘গব্বর♈’-এর জবাব
এ ব্যাপারে ইএসপিএনক্রিকইনফোকে তামিম ইকবাল বলেছিলেন, ‘যে কোনও অ্যাওয়ে সিরিজে জয় সবসময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ♏ জয়টাও ছিল বিশাল। কিন্তু আমি আমার দলকে বলেছিলাম, ওয়েস্ট ইন্ডিজে জয়টা একটা অসাধারণ কৃতিত্ব হলেও এই সিরিজ 🌞জয় আমাদের মাথায় রাখা উচিত নয়।’
এর ব্যাখ্যা দিয়ে তামিম ইকবাল বলেছিলেন, ‘এই পিচে স্পিনারা অনেক সুবিধা পে𝐆য়েছিল। বিদেশে এই ধরনের সাহায্য পাওয়া যায় না। আমাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ এবার ভারত নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, তাহলে কী শিখর ধাওয়ান-রাহুল দ্রাবিড়রা তামিমের কথাকে মাথায় রেখেই নিজেদের গেম প্ল্যান 🎃তৈরি করবেন। অর্থাৎ স্পিনের কথা ভেবেই কি নিজেদের দল সাজাবেন।
আরও পড়ুন… কিছু করেছি বলেই তো এখানে আছি, ১০ বছরের প্রাপ্তি💛 দিয়ে সমালোচকদের ‘গব্বর’-এর জবাব
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।