꧙ এমসি মেরি কমের পর ভারতের আরও এক মহিলা বক্সার টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিলেন। মেয়েদের লাইটওয়েট (৫৭-৫০ কেজি) বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে ভারতের সিমরনজিৎ কউর পরাজিত হলেন থাইল্যান্ডের সুদাপর্ন সিসন্ডির কাছে।
♔প্রথম ম্যাচে বাই পাওয়া সিমরনজিৎ থাই বক্সারের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ম্যাচের তিনটি রাউন্ডেই তিনি ছিলেন ব্যাকফুটে। থাই বক্সার তিনটি রাউন্ডেই পাঁচ বিচারকের একতরফা আনুকূল্য আদায় করে নেন। তিনটি রাউন্ডেরই স্কোর রেড কর্ণারের থাই বক্সারের অনুকূলে ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯। ফলে সর্বসম্মতিক্রমেই ৫-০ ব্যবধানে বাউট জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন সুদাপর্ন। এবারের মতো অলিম্পিক্স অভিযান শেষ হয় কউরের। উল্লেখ্য, এই প্রথমবার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন সিমরনজিৎ কউর।
(⛎টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
🦂বৃহস্পতিবার মেয়েদের বক্সিংয়ের রাউন্ড অফ সিক্সটিন থকেই বিদায় নিয়েছেন মেরি কম। শুক্রবার ছিটকে গেলেন সিমরনজিৎ কউর। যদিও মেয়েদের বক্সিং থেকেই ভারতের পদক জয় নিশ্চিত করেছেন লভলিনা বড়গোহাঁই। তিনি ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে উঠে টোকিওয় অন্ততপক্ষে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।