মাঠে পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচ চলছিল। তারইমধ্যে গ্যালারিতে 'পিৎজা, পিৎজা' রব উঠেছিল। সﷺোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে 💃পড়ল এমনই একটি ভিডিয়ো। যে নেটিজেন ভিডিয়োটি পোস্ট করেছেন, তাঁর দাবি, খিদে পেয়েছিল সমর্থকদের। তাই 'পিৎজা' বলছিলেন তাঁরা।
মঙ্গলবার করাচিতে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। ১৭ বছর পর পাকিস্তানে যে দল খেলতে এসেছে। তাই সেই ম্যাচ ঘিরে করাচিতে বেশ উন্মাদ🌠না তৈরি হয়েছিল। তারইমধ্যে সানা কাজমি নামে এক ক্রඣিকেট ভক্ত টুইটারে ম্যাচ সংক্রান্ত ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে থাকেন। মূলত গ্যালারি সংক্রান্ত ছবি ও ভিডিয়ো পোস্ট করেন।
তেমনই একটি ভিডিয়োয় দেখা যায়, গ্যালারিতে একদল সমর্থক 'পিৎজা, পিৎজা' রব তুলেছেন। সানা জানান, খিদে পাওয়ায় 'পিৎজা' বলছিলেন সমর্থকরা। শুধু তাই নয়, ওই নেটিজেন দাবি করেন, যখনই নাসিম শাহ বল করতে আসছিলেন, তখনই ‘উর্বশী, উর্বশী’ (Urvashi-Naseem: 'উর্বশী কে? আমি চিনি না', নাস🅷িমের মন্তব্যে হাসির খোরাক নায়িকা, 🔥তড়িঘড়ি এল সাফাই) বলে চেঁচাতে থাকেন অনেক। সেইসঙ্গে তিনি দাবি করেন, নাসিমের প্রথম ওভার শেষ হওয়ার আগেই এক সমর্থক পোস্টার লিখে ফেলেন যে ‘তোমার ম্যাচ জিতে🐬 যাও বা হেরে যাও, (আমরা পা🗹কিস্তানের সমর্থক)।’
পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ
মঙ্গলবার করাচিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক মইন আলি। শুরুটা মন্দ করಞেনি পাকিস্তান। প্রথম উইকেটে ৮৩ রানের জুটি গড়েন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ৯.৩ ওভারে আউট হন পাকিস্তানের অধিনায়ক। ২৪ বলে ৩১ রান করেন। তারপর পাকিস্তানকে কার্যত একা টানেন রিজওয়ান। ৪৬ বলে ৬৮ রান করেন। নাহলে ২০ ওভারে সাত উইকেটে ১৫৮ রানটাও তুলতে 🐓পারত না পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন লুক উড।
সেই রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। তবে ইংল্যান্ডকে টানতে থাকেন অ্যালেক্স হেলস। যিনি দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন। ৪০ বলে ৫৩ রান করেন তিনি। পাকিস্তানের বোলারদের সৌজন্যে ইংল্যান্ড নিয়মিত উইকেট হারালেও লক্ষ্যমাত্রাটা এতটাই কম ছিল যে ইংল্যান্ডের তেমন কোনও সমস্যাই হয়নি। শেষপর্যন্ত হ্যারি ব্রুকের ২৫ বলে অপরাজিত ৪২ রানের সৌজন্যে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় 🍒ইংল্যান্ড। জয় আসে ছয় উইকেটে। ম্যাচের সেরা হন উড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।