দেওধর ট্রফির রুদ্ধশ্বাস ম্যাচে পশ্চিমাঞ্চলের কাছে ১ উইকেটে হার রিঙ্কু সিংদের। ২ বল বাকি থাকতে বেঙ্কটেশ আইয়ারের মধ্যাঞ্চলকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে জায়গা ধরে রাখে প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বা♋ধীন পশ্চিমাঞ্চল দল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির মাঠে টস জিতে শুরুতে ব্যাট ক⛎রতে নামে মধ্যাঞ্চল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তোলে। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন ক্🌊যাপ্টেন বেঙ্কটেশ। বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন রিঙ্কু সিং।
বেঙ্কটেশ আইয়ার ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন। রিঙ্কু সিং ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৫ রান করে আউট হন। যশ দুবে ৪৯, উপেন্দ্র যাদব ২৬, করণ শর্মা ৪৪ ও শিবম মাভি অপরাজিত ৪৭ রান করেন। ৩৯ বলের ইনিংসে 🧔মাভি🎐 ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
পশ্চিমাঞ্চলের হয়ে শামস মুলানি ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন অতীত শꦯেঠ, রাজবর্ধন হাঙ্গার্গেকর, 💧চিন্তন গাজা ও পার্থ ভাট।
জবাবে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল একসময় ১৮০ রানে ৮ উইকেট হারিয়ে বসে। জিততে তখনও তাদের দরকার ছিল ৬৪ রান। হাতে ছিল মাত্র ২টি উইকেট। তার থেকেও উল্লেখযোগ্য বি🌱ষয় হল, পশ্চিমাঞ্চলকে সেই রান তুলতে হতো মাত্র ৬.২ ওভারে অর্থাৎ ৩৮ বলে। রাজবর্ধন হাঙ্গার্গেকর ১০ নম্বরে ব্যাট করতে নেমে ১টি চার ও ২টি ছক💮্কার সাহায্যে ১২ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে পশ্চিমাঞ্চলকে ২০০ রানের গণ্ডি পার করান।
পশ্চিমাঞ্চল ꦐ২১৯ রানে ৯ উইকেট হারায়। সুতরাং, তখনও জিততে হলে তাদের দরকার ছিল ১৫ বলে ২৫ রান। হাতে ছিল ১টি উইকেট। শেষমেশ ৪৯.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলে ম্যাচ জিতে যায় পশ্চিমাঞ্চল। চিন্তন গাজা ৮ বলে ১১ ও অতীত শেঠ ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অতীত ৪টি চার ও ২♕টি ছক্কা মারেন।
এছাড়া পশ্চিমাঞ্চলের হয়ে হার্ভিক দেশাই ৫৭, প্রিয়ঙ্ক পাঞ্চাল ৩৬, সরফরাজ খান ২৪ ও শামস মুলানি ১৫ রান করেন। রাহুল ত্রিপাঠী ২ রান করে আউট হন। মধ্যাঞ্চলেꦬর হয়ে ৪টি উইকেট নেন শিবম চৌধরী। ২টি উইকেট নেন করণ শর্মা। ১টি উইকেট পকেটে পোরেন শিবম মাভি। টুর্নামেন্টে মধ্যাঞ্চল তাদের তিনটি ম্যাচেই পরাজিত হয়। সেদিক থেকে রিঙ্কু সিংরা হারের হ্যাটট্রিক করলেন বলা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।