যে কোনও পর্যায়ে যে দলের হয়েই মাঠে নামুন না কেন, শাহবাজ আহমেদ কখনও ব্যর্থ হন না। ক্রিকেটপ্রেমীদের এমন ধারণা ক্রমশ জোরালো হচ্ছে দিনদিন। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নেমে বাংলার অল-রাউন্ডার ব্যাটে বলে সফল। যদিও তাঁর দল উতܫ্তরাঞ্চলের কাছে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। শুধু শাহবাজের অল-রাউন্ড পারফর্ম্যান্স নয়, ম্যাচ থেকে বাংলার প্রাপ্তি নিতান্ত কম নয়।
পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচ থেকে বাংলার প্রাপ্তি:-১. প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন সুদীপ ঘরামি (৬৮)।২. প্রথম ইনিংসে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন অনুষ্টুপ মজুমদার (৪৭)।৩. প্রথম ইনিংসে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন শাহবাজ আহমেদ (৬২)।৪. বল হাতে প্রথম ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট সংগ্রহ করেন শাহবাজ আহমেদ।৫. দ্বিতীয় ইনিংসে ৫৫ বলে ৫০ রান রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক পোড়েল।৬. অনুষ্টুপ দ্বিতীয় 💟ইনিংসেও ২১ রানের আত্মবিশ্বাসী ইনিংস খেলে নট-আউট থাকেন।
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এশিয়া কা🧜পের ফা🍷ইনাল ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচের ফলাফল:-প্রথমে ব্যাট করে পূর্বাঞ্চল ৩৯৭ রান তোলে। বিরাট সিং ১১৭ রান করেন। ৩টি করে উইকেট নেন নভদীপ সাইনি ও নিশান্ত সিন্ধু। পালটা ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৫৪৫ রান তোলে। যশ ধুল ১৯৩, ধ্রুব শোরে ৮১, মনদীপ সিং ৬৩ ও হিমাংশু রানা ৮১ রান করেন। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ৩ উইকেটে ১০২ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে দলীপ🔯 ট্রফির সেমিফাইনালে ওঠে উত্তরাঞ্চল।
আরও পড়ুন:- BAN Legends vs WI Legends: স্মিথের হাফ-সেঞ্চুরিতে ব🌼াংলাদেশকে ওড়াল♏ ওয়েস্ট ইন্ডিজ
পশ্চিমাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল ম্যাচের ফলাফল:-প্রথমে ব্যাট করে পশ্চিমাঞ্চল ২ উইকেটে ৫৯০ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। পৃথ্বী শ ১১৩, যশস্বী জসওয়🦄াল ২২৮ ও অজিঙ্কা রাহানে অপরাজিত ২০৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে উত্তর-পূর্বাঞ্চল ২৩৫ রানে অল-আউট হয়ে যায়। অঙ্কুর মালিক ৮১ রান করেন। চিন্তন গাজা ৪টি ও জয়দেব উনাদকাট ৩টি উইকেট নেন। পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৬৮ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে সেমিফাইনালে ওঠে পশ্চিমাঞ্চল। দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চলের অতীত শেষ ১০২ ও শামস মুলানি ৯৭ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।