কলকাতা শহরের শীতের সকালে লেপে ছেড়ে বেরিয়ে দৌড়ের উদ্দীপনা এবার আরও বেড়েছে। পূর্ব ভারতের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক ক্রীড়া উদযাপন, 'টাটা স্টিল 25কে কলকাতা', এবার নতুন রূপে হাজির হয়েছে 'টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কল✃কাতা' নামে। এই দৌড়টি এবার বিশ্ব অ্যাথলেটিক্সের গোল্ড লেভেল অর্জন করেছে, যা একটি বিরাট অর্জন।
২০১৪ সালে শুরু হওয়া 𒁃এই দৌড়টি ধীরে ধীরে ব্রোঞ্জ এবং সিলভার লেভেল অতিক্রম করে এবার গোল্ড লেভেলে পৌঁছেছে। আগামী ১৫ ডিসেম্বর এই দৌড়টি অনুষ্ঠিত হবে এবং এটি বিশ্বের প্রথম 25 কিলোমিটার গোল্ড লেভেল রেস হবে। আর এই দৌড়টি বিশ্বের সবচেয়ে ধনীতম 25 কিলোমিটার দৌড় হিসেবেও পরিচিত। ভারতীয় মুদ্রায় মোট পুরস্কারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
আরও পড়ুন: Kiran Baliyan: ডোপ টেস্টে ব্যর্থ এশিয়ান গেমসে 🙈পদক জয়ী কিরণ, নির্বাসিতদের তালিকা থেকে বাদ 🌜বজরং
কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে দৌড়বে কলকাতা
এই ঘোষণাটি বুধবার বিকালে একটি পাঁচতারা হোটেলে করা হয়। এই অনুষ্ঠানে টাটা স্টিলের শীর্ষকর্তাদের পাশাপাশি টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও উপস্থিত ✤ছিলেন। কৌশানী গত বছর থেকেই এই দৌড়ের প্রচারমুখ হিসেবে কাজ করছেন। তিনি বলেন, “আমি প✤্রচণ্ড ফিটনেস ফ্রিক। জিমে নিয়মিত যেতে না পারলেও, দৌড়টা বাদ যায় না। আমি নিয়মিত দৌড়াই। সকালে খালি পেটে দৌড়াই আমি। বলতে পারেন এটা আমার ট্রান্সফর্মেশনের রাস্তা।"
“শহর কলকাতার এই পরিস্থিতিতে, ন𒊎িজে একটি মেয়ে হিসেবে, অন্য মেয়েদের রাজপথে দৌড়াতে দেখতে পাব ভেবেই ভাল লাগ✤ছে।"
চানক্য চৌধুরী, টাটা স্টিলের উপাধ্যক্ষ, কর্পোরেট পরিষেবা, সাংবাদিক সম্মুখে জানান, “টাটা স্টিল-এ আমরা সবসময় বিশ্বাস করেছি যে খেলাধুলা সম্প্রদায়গুলিকে একত্রিত করে এবং অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে। টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতা, এখন একটি সুখ্যাত বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেব👍েল রেস, শুধুমাত্র একটি দৌড় নয়, প্রত্যাবর্তন, ফিটনেস এবং একতার উৎসব।"
এই দৌড়ে মোট পাঁচটি ক্যাটেগরি থাকবে: 25 কিলোমিটার, ওপেন 10 কিলোমিটার, আনন্দ দৌড় (প্রায় 4.5 কিলোমিটার), প্রবীণ নাগরিকদের দৌড় এবং বিশেষ ভাবে সক্ষমদের দৌড়। ১৯ সেপ্টেম্বর থেক🐎ে ২২ নভেম্বর পর্যন্ত এই দৌড়ে নাম নথিভুক্ত করা যাবে।
আরও পড়ুন: Indian Football: ভারতীয় মহ♔িলা ফুটবল দলের দায়িত্বে প্রাক্তন মোহনবাগান কোচ, ঘোষণা AIFF-এর
এই দৌড়টি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি কলকাতা শ🅰হরের জন্য একটি গর্বের বিষয়। এই দৌড়টি শহরের মানুষকে স্বাস্থ্য সচেতন হতে উৎসাহিত করবে এবং 🐻শহরের পর্যটনকেও উন্নত করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।