ব্যাꦚট হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন দুই অ্যাডাম। তা সত্ত্বও দু'জনের কেউ নন, বরং নর্দান সুপারচার্জার্সের জয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ডেভিড ওয়াইজ। আসেল ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও অন✱বদ্য পারফর্ম্যান্স মেলে ধরেন দক্ষিণ আফ্রিকা ছেড়ে নমিবিয়ায় পসার জমানো অভিজ্ঞ উইকেটকিপার।
এজবাস্টনে দ্য হান্ড্রেডের ১৯তম ম্যাচে বার্মিংহ্যাম ফিনিক্সের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নর📖্দার্ন সুপারচার্জার্স। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৬৯ র﷽ানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
অ্যাডাম লিথ ২৬ বলে ৫৬ রান করেন। তিনি ৩টি চার ও ৬টি ছক্কা মারেন। অ্যাডাম হস ৩৫ বলে ৫৩ রান করে💞 নট-আউট থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ডেভিড ১৪ বলে ৩৪ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি ৯ রান করে আউট হন। ডোয়েন ব্র্যাভো ৫ রান কর♚ে অপরাজিত থাকেন।
ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে🥂 চোখ রাখতে ক্লিক 🎀করুন
মইন আলওি ১৩ রানে ২টি উইকেট নেন। ৩৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন। ১টি করে উইকেট দখল করেন ইমরান তাহির ও টম হেলম।
জবাবে ব্যাট করতে নেমে বার্মিংহ্যাম ১০০ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়। ৩ꦫ২ রানে ম্যাচ জেতে সুপারচার্জার্স। উইল স্মিড ১৫, মাইলস হ্যামন্ড ৩১ ও বেনি হাওয়েল ২২ রান ক༺রেন। লিয়াম লিভিংস্টোন ৫, মইন আলি ১ ও ম্যাথিউ ওয়েড ৩ রান করে আউট হন।
আ🐎রও পড়ুন:- Asia Cup 2022: সবার শেষে দল ঘোষণা লঙ্কার, নেতৃত্বে শনাকা, ফিরলেন চান্ডিমাল
ডেভিড ওয়াইজ ১৫ রানের বিনিময়ে ৩টি উইকে🍷ট দখল করেন। ২টি উইকেট নেন ডেভিড উইলি। ১টি করে উইকেট নিয়েছেন ব্র্যাভো, আদিল ♌রশিদ, বেন রেইন ও ক্রেগ মাইলস।
উল্লেখযোগ্য বিষয় হল, ডেভিড ওয়াইজকে ক'দিন আগেই আমিরশাহির নতুন টি-২০ লিগের জন্য স🔯ই করিয়েছে ভারতীয় ফ্🦄র্যাঞ্চাইজি গালফ জায়ান্টস। সুতরাং, নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিজের পারফর্ম্যান্স দিয়ে আশ্বস্ত করলেন নমিবিয়ার অল-রাউন্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।