বল হাতে ফের জ্বলে উঠলেন বরুণ চক্রবর্তী। কেকেআরের রহস্য স্পিনারের ঘূর্ণিতেই তামিলনাড়ু প্রিমিয়র লিগের ম্যাচে সালেম স্পার্টান্সকে নাগালের মধ্যে বেঁধে রাখে ডিন্ডিগুল ড্রাগনস। পরে ব্যাট💖 হাতে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করে ড্রাগনসকে প্রথম কোয়ালিফায়ারের টিকিট এনে দেন বাবা ইন্দ্রজিৎ।
আগেই চল🦩তি তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট হাতে পেয়েছিল ডিন্ডিগুল। তবে তাদের প্রথম কোয়ালিফায়ার খেলতে হবে, নাকি এলিমিনেটরে মাঠে নামতে হবে, তা নিশ্চিত ছিল না। নিজেদের শেষ লিগ ম্যাচে ৭ উইকেটে জয়ের সুবাদে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ডিন্ডꦿিগুল।
সানির ব্যাটে লড়াইয়ের রসদ সালেমের:-
তিরুনেলভেলিতে টস জিতে😼 ডিন্ডিগুল দলনায়ক বাবা ইন্দ্রজিৎ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান সালেম স্পার্টান্সকে। সালেম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন সানি সাঁধু। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহ🌳ায্য়ে ৩৯ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া এস অরবিন্দ ২৬, কৌশিক গান্ধী ৭, আর কবিন ২৫, এম হরিহরণ ২১, আদনান খান অপরাজিত ১০, অভিষেক তানওয়ার ১ ও জগন্নাথ শ্রীনিবাস অপরাজিত ৩ রান করেন। ড্রাগনসের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভার বল করে ১৭ রানে🦹র বিনিময়ে✱ ২টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট নেন সুবোথ ভাটি। জি কিশোর নেন ১টি উইকেট।
আরও পড়ুন:🐟- বিশ্বকাপের আগেই অশ্বিনকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন মিস্টার ফিনিশার
ক্যাপ্টেনের ব্যাটে দাপুট জয় ড্রাগনসের:-
পালটা ব্যাট করতে নেমে ডিন্ডিগুল ড্রাগনস ১৮.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১০ বল বাতি থাকতেই জয় নিশ্চিত করে তারা। ক্যাপ্টেন ইন্দ্রজিৎ ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলে🌞 নট-আউট থাকেন। ৫০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IPL-এর গুরু-শিষ্য এবার C🍨PL-এর সতীর্থ, মাঠে নামব🅠েন নাইট রাইডার্সের হয়ে
ওপেনার বিমল কুমার ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। ১৯ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন আদি༺ত্য গণেশ। শিবম সিং ৮ ও ভূপতি কুমার অপরাজিত ৫ রান করেন। ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করার পরে সালেমের হয়ে বল হাতে একজোড়া উইকেট নেন সানܫি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইন্দ্রজিত।
প্রথম কোয়ালিফায়ারে ডিন্ডিগুল:-
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্𒉰থানে থাকা নিশ্চিত🎀 করে ড্রাগসন। প্রথম কোয়ালিফায়ারে তাদের লড়াই চালাতে হবে কোবাই কিংসের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।