তাহলে কি বৃত্ত সম্পূর্ণ হল? ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নির্বাচকদের চাকরি যাওয়ার পর এমন💎ই মনে করছেন নেটিজেনরা। বিশেষত বিরাট কোহলির ভক্তরা তো একেবারে সপ্তম স্বর্গে উঠে গিয়েছেন। বিরাটের থেকে একদিনের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নির্বাচকদেরই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ছেঁটে ফেলায় মজা লুটছেন তাঁরা।
শুক্রবার চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় সিনিয়র পুরুষ 🌱ক্রিকেট দলের নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলেছে বিসিসিআই। যে নির্বাচক কমিটির আমলে পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ভারত। তারপরই উত্তাল হয়ে ওঠে টুইটার। বিশেষত বিরাটের ভক্তরা তো ‘সেলিব্রেশন’ শুরু করে দেন। তাঁরা দাবি করতে থাকেন, কর্মের ফল ভোগ করতে হল নির্বাচকদের। যাঁরা একটা সময় বিরাটের সঙ্গে অবিচার করেছিলেন, তাঁদের বরখাস্ত হতে হয়েছে।
তেমনই এক নেটিজেন বলেন, ‘সৌরভকে (বিরাটের থেকে যখন একদিনের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়) সরিয়ে দেওয়া হয়েছে। চেতন শর্মাকে ছেঁটে ফেলা হয়েছে। ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে রোহিতকে (শর্মা) ছেঁটে ফেলা হবে। ক্ষমতা🐻র শিখর থেকে মুম্বই লবিকে সরিয়ে দেওয়া হয়েছে🍌। বেঙ্গালুরুর রক্ত থাকা রজার বিনি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। কোহলি ফর্মে ফিরেছেন। পৃথিবী আবার স্বাভাবিক হচ্ছে।’
একইসুরে এক নেটিজেন বলেন, 'বিরাট কোহলি ফর্মে ফিরেছেন। সোশ্যাল মিডিয়া থেকে খবরের চ্যানেল - সবকিছু দেখে ভালো লাগছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, চেতন শর্মাদের মতো লোকেদের বিসিসিআই বরখাস্ত করে দিয়েছে (সৌরভ♔কেও অবশ্য সরকারিভাবে বরখাস্ত করা হয়নি, প্রথম🧜 মেয়াদের শেষে বিসিসিআইয়ের নির্বাচনে অংশ নেননি)। ভারতীয় ক্রিকেট সুস্থ হয়ে উঠছে।' কেউ কেউ আবার বিরাটের নাচের বা সেলিব্রেশনের পুরনো ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, নির্বাচকদের বরখাস্ত করার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন বিরাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।