সোমবার ২০২২ মহিলাদের এশিয়া কাপে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড। আর এই ম্যাচের লজ্জার রেকর্ড গড়ল থাইল্যাল্ড। এই ম্যাচে টস জিতে থাইল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। থাইল্যান্ড ১৫.১ ওভারে মাত্র ৩৭ রানে অল-আউট হয়ে যায়। ১২ রান করেন ওপেনার নানাপাত। ৯ রানে ৩টি উইকেটে নেন স্নেহ রানা। এছাড়া ২টি করে উইকেট দখল করেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি উইকেট নিয়েছেন মেঘনা সিং। পালটা ব্যাট ক𝕴রতে নেমে ভারত ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলে ম্যাচ জিতে যায়। সাবভিনেনি মেঘনা ২০ ও পূজা বস্ত্রকার ১২ রান করেন। ম্যাচের সেরা হন স্নেহ রানা।
আরও পড়ুন… রোনাল্ডোকে ৭০০ গোলের শুভেচ্ছা দিতে গিয়ে ট্রোল হলে♎ন যুবরাজ! দেখুন কী ভুল করলেন যুবি
এই ম্যাচে হেরে লজ্জার নজির গড়ল থাইল্যান্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রান করেছে থাইল্যাল্ড। সমালোচকরা বলছেন, একটি খারাপ মানের পিচ এবং মানসম্পন্ন ভারতীয় স্পিনারদের সামনে থাইল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সর্বনিম্ন স্কোর করল। এর আগে ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে দুই বার ৬০ রানের মধ্যে আটকে গিয়েছিল থাইল্যান্ড। একবার থাইল্যান্ডের স্কোর ছিল ৬০/৮ রান ও অন্যবার থাইল্যান্ড করেছিল ৬০/৭ রান। ২০১৮ সালেই 💃ভারতের বিরুদ্ধে ৬৬/৮ রান করেছিল থাইল্যান্ড।
২০১৮ সালেই পাকিস্তানের বিরুদ্ধে ৬৭/৮ রান করেছিল থাইল্যান্ড। তবে এই সব রেকর্ডকে অনেকটা পিছনে ফেলে ২০২২ মহিলা এশিয়া কাপের ১৯তম ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৫.১ ওভারে ৩৭ রান করেছিল থাইল্যান্ড। এটিই হল থাইল্যান্ডের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কম স্কোর। এদিনের ম্যাচ হেরে থাইল্যান্ডের ক্যাপ▨্টেন নার🦄ুয়েমল চাইওয়াই বলেছেন, ‘একটি টপ-ক্লাস দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা আজ হতাশ হয়েছি। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা যত বেশি গেম খেলব, তত বেশি অভিজ্ঞতা পাব।’
আরও পড়ুন… শ্রীলঙ্কার কাছে মাত্র ৩ রানে হার, ঝুলে রইল বাংলাদেশের 𝔍সেমিফাইনালের ভাগ্য
অন্যদিকে থাইল্যান্ডের বিরুদ্ধে এশিয়া কাপের এই ম্যাচে শুধু বড় জয় নয়, বরং নিজেদের সর্বকালীন রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে বল করে থাইল্যান্ডকে মাত্র ৩৭ রানে আটকে দিয়েছিল ভার♌ত। পরে ব্যাট করতে নেমে তারা পাওয়ার প্লে-র ৬ ওভারেই ম্যাচ জিতে যায়। সুতরাং ১৪ ওভার, অর্থাৎ ৮৪ বল বাকি থাকতেই ম্য়াচ জেতেন স্মৃতি মন্ধনারা। উল্লেখযোগ্য বিষয় হল, অবশিষ্ট বলের নিরিখে এটিই ভারতের সব থেকে বড় ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে কখনও এত বল বাকি থাকতে ভারত কোনও মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।