এতদিন মিতালি রাজ একা রাজত্ব করছিলেন। এবার তাঁর কৃতিꦚত্বে ভাগ বসালেন ঝুলন গোস্বামী। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় তারকা হিসেবে ২০০ ম্যাচ খেলার নজির গড়লেন বাংলার তারকা পেসার।
ঝুলন এমন নজির গড়েন বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাই-প্রোফাইল ম্যাচের প্রথম একাদশে জায়গা পাওয়া ম෴াত্রই এলিট ক্লাবে নাম তুলে ফেলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, শুধু ভারতের হয়েই নয়, বরং ঝুলন হলেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার, যিনি মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ২০০ ম্যাচের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। এতদিন এই কৃতিত্ব ছিল একা মিতালি রাজের। এবার তাঁর সঙ্গꦅে একাসনে বসে পড়েন গোস্বামী।
মেয়েদের বিশ্বকা🔯পে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখুন।
উল্লেখ্য, মিতালি রাজ এই নিয়ে মোট ২৩০টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামলেন। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড তাঁর দখলেই রয়েছে। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাﷺ🌊ক্তন তারকা শার্লট এডওয়ার্ডস। তিনি ওয়ান ডে কেরিয়ারে মোট ১৯১টি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার ডু'প্রীজ খেলেছেন ১৫০টি ওয়ান ডে ম্যাচ। তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।